Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হেলালের কর্মকান্ডে অতিষ্ঠ নারীর আবেদন

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অনৈতিক কর্মকা-ের দায়ে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল হেলাল উদ্দিনের সন্ত্রাসী কর্মকা-ে অতিষ্ট তার গ্রামের লোকজন। অতিষ্ট তার নিকটাত্মীয়রাও। হেলালের অত্যাচার থেকে রক্ষা পেতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করেছেন বৃদ্ধা আমেনা বেগম। আমেনার আবেদনের সূত্রমতে, টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন কদমতলীর বাসিন্দা হেলাল উদ্দিন ও তার স্ত্রী খুকি বেগম সন্ত্রাসী প্রকৃতির লোক। তাদের আরো কয়েকজন সহযোগী রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় জিডি করায় তারা আমেনার বাড়িতে হামলা চালায়। লুটপাট করে মালামাল। সন্ত্রাসী হেলালের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। রহস্যজনক কারণে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছেনা। আমেনার অভিযোগ, হেলাল তার (আমেনার) দুই মেয়ে মনোয়ারা ও জান্নাতুল ফেরদৌসকে প্রাণনাশের অব্যাহত হুমকি দিচ্ছে। তিনি নিজেও নিজ বাসা ছেড়ে অন্যত্র বসবাস করেছেন। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হেলালের কর্মকান্ডে অতিষ্ঠ নারীর আবেদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ