Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভার্চুয়ালি চলবে বিশেষ জজ আদালত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০২১, ১২:১০ এএম

জামিন ও অতি জরুরী ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করতে ভার্চুয়ালি বিশেষ জজ আদালত ও বিশেষ বিভাগীয় জজ আদালতের কার্যক্রম পরিচালনা করা যাবে। গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রত্যেক বিভাগীয় বিশেষ জজ/বিশেষ জজ আদালত জামিন ও অতি জরুরী ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তি করার উদ্দেশ্যে ভার্চুয়াল আদালতের কার্যক্রম পরিচালনা করবেন। এই আদেশ ২৫ এপ্রিল থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পযন্ত বলবৎ থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জজ আদালত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ