পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের বিভিন্ন জায়গায় হরতাল ও সম্প্রতি হেফাজতের সাথে পুুলিশের সংঘর্ষের ঘটনায় এবং মামুনুলের রিসোর্ট কান্ডে দায়ের করা মামলাগুলোর মধ্যে ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই বলছে, গত ২৬ মার্চের পর থেকে ৬ জেলায় দায়ের করা ১৬ মামলার তদন্ত করছে পিবিআই। তদন্তে দোষীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গতকাল পিবিআই প্রধান ডিআইজি বনোজ কুমার মজুমদার বলেন, গত ২৬ মার্চের পর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে বেশ কিছু মামলা দায়ের হয়। ওইসব মামলার মধ্যে ১৬টি মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে পিবিআই।
তিনি বলেন, নাশকতা, হত্যার চেষ্টা, ধ্বংসাত্মক কার্যক্রমসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ওই সব মামলার তদন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করা হচ্ছে। তদন্ত শেষে দ্রুতই দোষীদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। অন্যদিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করেছিল হেফাজতে ইসলাম। মোদির আগমন ঠেকাতে হেফাজতের আন্দোলন ও হরতালের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসব ঘটনায় দায়ের করা ২৩ মামলার তদন্ত দায়িত্ব হস্তান্তর করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।