পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
নড়াইল জেলা সংবাদদাতা : নড়াইলের লোহাগড়ার নবগঙ্গা নদীর মহাজন মোহনায় জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ। গত কয়েক দিন ধরে মহাজনঘাটসহ ইসলামপুর, বড়দিয়া, পাটনাঘাট এলাকায় হরহামেশা ধরা পড়ছে ইলিশ। জাল ফেললেই মিলছে বিভিন্ন আকৃতির ইলিশ। আর এতে জমে উঠেছে মহাজনবাজারসহ আশপাশের হাটবাজারগুলো। ইলিশ ধরা পড়ায় ওই এলাকার জেলেদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। প্রথমবারের মতো নবগঙ্গা নদীর মিঠাপানিতে ইলিশ ধরা পড়ায় সাধারণ মানুষের মধ্যে খুশির ঝিলিক দেখা যাচ্ছে। এসব ইলিশ কিনতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওই এলাকায় ভিড় করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।
শুক্রবার মহাজন এলাকায় সরেজমিন দেখা যায়, নদীপাড়ে উৎসুক মানুষের ভিড়। জেলেরা ইলিশ ধরে নদীর পাড়ে নৌকা ভিড়িয়ে বিভিন্ন সাইজের ইলিশের পশরা সাজিয়ে বসেছেন। ক্রেতারা দর দাম করছেন। পছন্দমাফিক ইলিশ পেতে দেদারছে দাম দিচ্ছেন ক্রেতারা। এছাড়া, মহাজন বাজারে জেলেরা তাজা ইলিশ বিক্রি করতে বসেছেন। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশের দাম ৮শ’ থেকে ৯শ’ টাকা, মাঝারি সাইজের ইলিশের দাম কেজিপ্রতি ৪শ’ থেকে ৫শ’ টাকা ও ছোট সাইজের ইলিশ ২শ’ থেকে ২৫০ টাকা বিক্রি হচ্ছে। ইলিশ বিক্রেতা অনিল জানান, গত কয়েক দিন ধরে জালে ভালোই ইলিশ ধরা পড়ছে। দেড় কেজি ওজনের ইলিশও ধরা পড়ছে । শুক্রবার দেড় কেজি ওজনের একটি ইলিশ দেড় হাজার টাকায় বিক্রি করেছি। কাশিপুর গ্রামের পিনা বলেন, নবগঙ্গায় ইলিশ ধরা পড়ছে শুনে তাজা ইলিশ কিনতে এখানে এসেছি। পারমল্লিকপুর গ্রামের শিক্ষক ইকতিয়ার রহমান বলেন, বিভিন্ন সাইজের প্রায় ৫ কেজি ইলিশ কিনেছি। দামও খুব বেশি নয়। সর্বোপরি আমার এলাকার ইলিশ। ইলিশের দাম কম ও অধিক মাছ ধরা পড়ায় এ বাজারে ক্রেতার সংখ্যাও বেশি। লোহাগড়ার ইলিশ এখন দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে বলে মহাজন বাজার এলাকার মাছ ব্যবসায়ী সেকেন্দার বিশ্বাস জানান। এ ইলিশের স্বাদও দারুণ। আড়তদার হেমন্তলাল বলেন, ইলিশ ধরা পড়ায় জেলেরা নৌকা ও জালসহ মাছ ধরার উপকরণ নিয়ে নেমে পড়েছেন। তাছাড়া ওই বাজারে আবার অনেকেই পাইকারি মাছ কিনে বেশি দামে বিক্রি করছেন। ইলিশের উৎপাদন বেড়ে গেলে আগামীতে আরো বেশি ইলিশ বিক্রি করা যাবে বলে মৎস্য ব্যবসায়ীরা আশা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।