Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

আলেম-উলামাদের গ্রেফতার নির্যাতন বন্ধ করুন বাংলাদেশ খেলাফত মজলিস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২১, ৬:০১ পিএম

আলেম-উলামাদের গ্রেফতার নির্যাতন ও হয়রানি বন্ধ করুন। আলেমদের সাথে অমানবিক আচরণ জনগণ মেনে নেবে না। গ্রেফতারকৃত হেফাজত নেতাদের নিঃশর্ত মুক্তি দিন। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ একযুক্ত বিবৃতিতে এসব কথা বলেন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল আজিজ এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে মোহাম্মদপুর থেকে গ্রেফতার করা হয়েছে। নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলীসহ আটককৃত সকলকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। নেতৃবৃন্দ আরও বলেন, অতীতেও অনেক স্বৈরশাসক দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য বিরোধী মতের লোকদের গ্রেফতার হয়রানি ও নির্যাতন করেও শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সুতরাং আল্লাহকে ভয় করুন। তারা বলেন, রমজান মাসে আলেম-উলামারা কোরআন খতমসহ ইবাদাত-বন্দেগীতে মশগুল থাকেন। রমজানে ইবাদাতের সুযোগ না দিয়ে তাদের এভাবে গ্রেফতার ও হয়রানি আল্লাহর গযব ডেকে আনবে। আলেমদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করুন। অন্যথায় দেশের জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ খেলাফত মজলিস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ