Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারাদেশে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ বিভিন্ন স্থানে বাধা হামলায়-মিছিল পন্ড

জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারে তীব্র ক্ষোভ

প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব রিপোর্ট : সারাদেশে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি। পূর্ব ঘোষিত কর্মসূচিতে বিভিন্ন স্থানে ঘেরাওসহ বাধা দিয়েছে পুলিশ ও ক্ষমতাসীনরা। হামলা ও বাধার কারণে নীলফামারী, ঝিনাইদহ ও মাদারীপুরসহ বিভিন্নস্থানে বিএনপির মিছিল প- হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহার করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করে দলটি। গত বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খুলনায় বিএনপির বিক্ষোভ
খুলনা ব্যুরো
খুলনা বিএনপি’র নেতারা বলেছেন, স্বাধীনতা পদক প্রত্যাহার করে, বীর উত্তম খেতাব কেড়ে নিয়ে কিংবা মাজার সরিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। দেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। সরকারের উদ্যোগে একজন বীর মুক্তিযোদ্ধাকে হেয় করার, ছোট করার নোংরামি করা হচ্ছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্বাধীনতা পদক প্রত্যাহার এবং জাতীয় যাদুঘর থেকে পদক সরিয়ে নেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে খুলনায় জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. গাজী আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক এমপি অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক এবং সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খান, এসএম মনিরুল হাসান বাপ্পী, মনিরুজ্জামান মন্টু, খান আলী মুনসুর, শেখ আব্দুর রশিদ, জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, মেজবাউল আলম, আশরাফুল আলম নান্নু, হাসনাত রিজভী মার্শাল, মোশারফ হোসেন মফিজ, জিয়াউর রহমান জিকু ও মোল্লা এনামুল কবির প্রমুখ।
মহানগর বিএনপি ঃ শনিবার বেলা ১১টায় নগরীর বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। সভায় বক্তব্য রাখেন কেসিসির মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সিরাজুল ইসলাম মেঝো ভাই, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, এসএম আরিফুর রহমান মিঠু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু ও শেখ সাদী। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফফার।
ময়মনসিংহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
ময়মনসিংহ আঞ্চলিক অফিস জানান,
শনিবার দুপুরে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সভাপতি ছিলেন ময়মনসিংহ বিএনপির সা. সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
দক্ষিণ জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ রতন আকন্দের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ নগর বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল হক, কোতয়ালী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ আজিজুল হক, বিএনপি নেতা বাবলা চৌধুরী, নাজমুল হক বাবু প্রমুখ।
মাদারীপুরে বিক্ষোভ মিছিল প-
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান,
জাতীয় যাদুঘর থেকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরিয়ে নেয়া এবং জিয়ার কবর সরানোর ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল শনিবার মাদারীপুর জেলা বিএনপি দুপুরে পুরানবাজার মেলবোর্ন প্লাজা হতে এক বিক্ষোভ মিছিল বের করলে পুলিশী বাধায় তা প- হয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিন্দা জ্ঞাপন করে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপিসাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান, সাংগঠনিক সম্পাদক এড. জামিনুর হোসেন মিঠ,ু পৌর বিএনপির সভাপতি এড. শরীফ মো: সাইফুল কবীর, শ্রমিকদলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান হাওলাদার ও ছাত্রদল সভাপতি মোফাজ্জেল হোসেন খান মফা প্রমুখ নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জে বিক্ষোভ কর্মসূচি
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার জানান,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্বাধীনতা পদক জাতীয় জাদুঘর থেকে সরানোর প্রতিবাদে নারায়ণগঞ্জে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে। শনিবার ১০ (সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ নগর বিএনপি ও অঙ্গসংগঠন সমূহ শহরের প্রাণ কেন্দ্র বি.বি. রোডস্থ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে এই বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নগর বিএনপিসাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা এডভোকেট শাখাওয়াত হোসেন খান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, জেলা গার্মেন্টস শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নূর মোহাম্মদ, মহানগর বিএনপি নেতা ঈসমাইল মাষ্টার, মহানগর মৎসজীবী দলের সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, মহানগর মৎসজীবী দল ঢাকা দক্ষিণের যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা, মোঃ নুরুজ্জামান, মহানগর ছাত্রদল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।
ঝিনাইদহে পুলিশী বাধায় সমাবেশ প-
ঝিনাইদহ জেলা সংবাদদাতা জানান,
ঝিনাইদহে বিএনপি’র দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ কর্মসূচী পুলিশী বাধায় প- হয়ে গেছে। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি শনিবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ কর্মসূচীর ডাক দেয়। কর্মসূচী পালনের উদ্দেশ্যে সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা জেলা কার্যালয়ের সামনে সমবেত হতে থাকেন। অফিসের দলীয় নেতাকর্মীরা প্রবেশের পর পুলিশ বিএনপি’র কার্যালয় অবরুদ্ধে করে রাখে। রাজ পথে বের হতে না পারায় বিএনপি দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করে। উপজেলা বিএনপি’র সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান।
নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ
নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, গতকাল শনিবার নেত্রকোনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় জেলা বিএনপি ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক এস এম মুসা, পৌর বিএনপির সম্পাদক আমিনুল হক, এড. খলিলুর রহমান, মোঃ সেলিম আহমেদ, যুব সম্পাদক কামরুল হক, মুখলেছুর রহমান খসরুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির বিক্ষোভ মিছিল প-
নীলফামারী জেলা সংবাদদাতা জানান, নীলফামারী জেলা বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে শনিবার সকাল সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল বের করলে পুলিশী বাধার কারণে বিক্ষোভ মিছিল প- হয়ে যায়। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ করে। প্রতিবাদ সভায় জেলা বিএনপির সহ-সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর সেলিম ফারুক, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোরশেদ আযম প্রমুখ।
চট্টগ্রাম বিএনপির প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রাম ব্যুরো : বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নেয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল (শনিবার) চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কাজীর দেউরী নাসিমন ভবন দলীয় কার্যালয়ে মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম বলেন, সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে ক্ষমতায় টিকে থাকতে একের পর এক বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে নানা চক্রান্তে লিপ্ত হয়েছে। তারই অংশ হিসেবে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক কেড়ে নিয়েছে। তিনি বলেন, স্বাধীনতা পদক কেড়ে নিয়ে জনগণের হৃদয় থেকে শহীদ জিয়াকে সরানো যাবে না।
সভাপতির বক্তব্যে বলেন, মহানগর বিএনপিসাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ।
এতে বক্তব্য রাখেন এম এ আজিজ, এস এম সাইফুল আলম, মোঃ আলী, হারুন জামান, এসকান্দর মির্জা, মোশারফ্ হোসেন দিপ্তী, ইয়াসিন চৌধুরী লিটন, সবুক্তগীন সিদ্দিকী মুক্কি, শাহআলম, আনোয়ার হোসেন লিপু, সোহারব কোম্পানী, এম এ হাশেম, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, হাজী সালাউদ্দিন, সাহেদ বক্স, শামসুল হক, জি এম আইয়ুব খান, মাহবুবুল আলম, জাহাঙ্গীর আলম দুলাল, মোঃ মহসিন, শওকত আজম খাজা, সিহাবুদ্দিন মুবিন, কামরুল ইসলাম প্রমুখ।
পুলিশি বাধার মুখে রাজশাহী বিএনপির বিক্ষোভ সমাবেশ
রাজশাহী ব্যুরো : পানি কামান, বিপুল সংখ্যক পুলিশের ঘেরাওয়ের মধ্যদিয়ে গতকাল সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার ও তার মাজার সরিয়ে নেবার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করল রাজশাহী মহানগর বিএনপি। সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা ভুবনমোহন পার্কের পার্শ্বে দলীয় কার্যলয়ের সামনে জড়ো হতে থাকে। এর আগে চারিদিকে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। বিএনপি নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করতে চাইলে তাদের বের হতে দেয়নি। সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল পুলিশকে মিছিল করতে দেবার জন্য অনুরোধ জানাতে দেখা যায়। শেষে দলীয় কার্যলয়ের সামনের রাস্তায় পুলিশের অবরুদ্ধ অবস্থায় বিক্ষোভ সমাবেশ করে। এখানে বক্তব্য রাখেন সাবেক মেয়র বিএনপি চেয়ারপার্শনের উপদেষ্টা মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি মেয়র ও বিএনপি কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল নগর সেক্রেটারি এ্যাড. শফিকুল হক মিলন, কেন্দ্রীয় নেতা কাজী হেনাসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, অনিবার্চিত শেখ হাসিনা সরকারের বিএনপি ও শহীদ জিয়া ভীতিতে ধরেছে। সে কারণে শত শত বিএনপি নেতাকর্মীকে হত্যা গুম আর হাজার হাজার নেতাকর্মীকে লাখো মামলায় জড়িয়ে জেলে ভরে নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করতে না পেরে এখন বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।
নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
নওগাঁ জেলা সংবাদদাতা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তমের স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদে নওগাঁ জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের তাজের মোড় শহীদ মিনারের পাদদেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক লে. কর্নেল অব. আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম টুকু, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক শেখ আব্দুস শুকুর, জেলা মহিলা দলের সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলি, জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ, থানা যুবদলে সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা ছাত্রদল নেতা রুহুল আমিন মুক্তার, উজ্জল, রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সারাদেশে বিএনপির প্রতিবাদ বিক্ষোভ বিভিন্ন স্থানে বাধা হামলায়-মিছিল পন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ