Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অধ্যক্ষের জামিন আবেদন নাকচ

মাদরাসা শিক্ষার্থীকে মারধর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

মাদরাসা শিক্ষার্থীকে মারধরের মামলায় লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার ‘আত-তামরীন ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসা’র অধ্যক্ষ আব্দুর রশিদ মোহাম্মদ ইউসুফের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদনের ওপর শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক-আল-জলিলের ভার্চুয়াল ডিভিশন বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি-মর্মে খারিজ করে দেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী মাইনুল হাসান।

মামলার বিষয়ে রূহুল কুদ্দুস কাজল জানান, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় প্রতিষ্ঠিত আত-তামরীন ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদরাসায় একজন শিক্ষক দ্বারা বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হয় ১০ বছরের এক শিশু শিক্ষার্থী। এ নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে বিচার দেয়া হয় অধ্যক্ষের কাছে। অধ্যক্ষ ভবিষ্যতে এধরনের ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেন। তদন্ত শেষে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান। পরে ওই অধ্যক্ষ শিশুটিকে ডেকে নিয়ে বেদম প্রহার করেন। মাদরাসার সুনাম নষ্ট করার অভিযোগে তাকে মারধর করা হয়। বিষয়টি জানার পর শিশুর মা ও আত্মীয়-স্বজন পুলিশের মাধ্যমে শিশুকে মাদরাসা থেকে উদ্ধার করেন। এসময় অধ্যক্ষ ও সংশ্লিষ্ট শিক্ষককে গত ১ মার্চ গ্রেফতার করে। এ ঘটনায় পরদিন ওই শিশুর মা থানায় মামলা করেন। এ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন মাদরাসার অধ্যক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অধ্যক্ষের জামিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ