Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসায় ফিরেছেন খালেদা জিয়া, সিটিস্ক্যান রিপোর্ট ভালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৯:৫০ এএম

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও মেডিক্যাল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। তাৎক্ষণিক রিপোর্ট পেয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডা. জাহিদ।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে ১০ টা ৫০ মিনিটে নিজ বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে যাওয়ার জন্য তার নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন। পরে হাসপাতালে গিয়ে তার সিটিস্ক্যান করান।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পরে তার চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক জনান, গত দু’দিনে ম্যাডামের অবস্থা আর বর্তমান অবস্থার রিপোর্ট করেছি। তাতে আমরা দেখেছি, উনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। উনার অক্সিজেন সেচুরেশন ভালো আছে। ব্লাডের রিপোর্টও ভালো আছে। তবে বুধবার রাতে উনার জ্বর ছিল, বৃহস্পতিবার সকালেও জ্বর ছিল ১০০ ডিগ্রির মতো। তবে উনি ভালো আছেন, স্টেবল আছেন।’ শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

তিনি বলেন, আমাদের ডাক্তারদের আগ্রহ ছিলো ম্যাডামের ফুসফুসের কি অবস্থা তা দেখার জন্য। তাই আজকে হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়েছে। আমরা এর ক্লিনিক্যাল (প্রোভিশনাল রিপোর্ট) প্রাথমিক রিপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে ফাইন্ডিং পাওয়া গেছে তা ভালো। এর প্রেক্ষিতে যা চিকিৎসা দেয়া দরকার তা লন্ডনে অবস্থানরত তার বড় ছেলের স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ অন্যান্য ডাক্তাররা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমাদেরকে তার শারীরিক অবস্থা অত্যন্ত কেয়ারফুলি পর্যবেক্ষণ করতে হবে। আগামী ১৪ দিন তাকে সার্বিকভাবে তত্ত্বাবধানে রাখতে হবে।

তিনি বলেন, দোয়া চেয়েছেন খালেদা জিয়া। করোনার যে উপসর্গগুলো অন্যান্য রোগীর ক্ষেত্রে থাকে সেইগুলো ম্যাডামের ছিলো না। আগামীকাল তার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। এখনও তাকে শঙ্কা মুক্ত বলার সময় আসেনি। বারো থেকে চৌদ্দ দিন পর সেটা বলা যাবে।
বাসায় ফিরেছেন খালেদা জিয়া, সিটিস্ক্যান রিপোর্ট ভালো
ইনকিলাব ডেস্ক

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও মেডিক্যাল বোর্ডের চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করা হয়। তাৎক্ষণিক রিপোর্ট পেয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডা. জাহিদ।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে ১০ টা ৫০ মিনিটে নিজ বাসায় ফিরেন বিএনপি চেয়ারপারসন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালের উদ্দেশে যাওয়ার জন্য তার নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন। পরে হাসপাতালে গিয়ে তার সিটিস্ক্যান করান।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার পরে তার চিকিৎসক অধ্যাপক এফ এম সিদ্দিক জনান, গত দু’দিনে ম্যাডামের অবস্থা আর বর্তমান অবস্থার রিপোর্ট করেছি। তাতে আমরা দেখেছি, উনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। উনার অক্সিজেন সেচুরেশন ভালো আছে। ব্লাডের রিপোর্টও ভালো আছে। তবে বুধবার রাতে উনার জ্বর ছিল, বৃহস্পতিবার সকালেও জ্বর ছিল ১০০ ডিগ্রির মতো। তবে উনি ভালো আছেন, স্টেবল আছেন।’ শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

তিনি বলেন, আমাদের ডাক্তারদের আগ্রহ ছিলো ম্যাডামের ফুসফুসের কি অবস্থা তা দেখার জন্য। তাই আজকে হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়েছে। আমরা এর ক্লিনিক্যাল (প্রোভিশনাল রিপোর্ট) প্রাথমিক রিপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যে ফাইন্ডিং পাওয়া গেছে তা ভালো। এর প্রেক্ষিতে যা চিকিৎসা দেয়া দরকার তা লন্ডনে অবস্থানরত তার বড় ছেলের স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ অন্যান্য ডাক্তাররা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমাদেরকে তার শারীরিক অবস্থা অত্যন্ত কেয়ারফুলি পর্যবেক্ষণ করতে হবে। আগামী ১৪ দিন তাকে সার্বিকভাবে তত্ত্বাবধানে রাখতে হবে।

তিনি বলেন, দোয়া চেয়েছেন খালেদা জিয়া। করোনার যে উপসর্গগুলো অন্যান্য রোগীর ক্ষেত্রে থাকে সেইগুলো ম্যাডামের ছিলো না। আগামীকাল তার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। এখনও তাকে শঙ্কা মুক্ত বলার সময় আসেনি। বারো থেকে চৌদ্দ দিন পর সেটা বলা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ