Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজ কক্ষে রাবি শিক্ষিকার লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুইসাইড নোট উদ্ধার
রাজশাহী ব্যুরো : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন থেকে আকতার জাহান নামে এক শিক্ষিকার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কক্ষের দরজা ভেঙ্গে ওই শিক্ষককে উদ্ধারের পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষে একাই থাকতেন।
জুবেরী ভবনের কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন থেকে ওই শিক্ষককে কেউ বাইরে দেখেনি। শুক্রবার দুপুরে শিক্ষকের ছেলে অন্য শিক্ষকদের মুঠোফোনে জানান যে, সে তার মাকে মুঠোফোনে পাওয়া যাচ্ছে না। এরপর বিষয়টি অন্য শিক্ষকেরা জানার পর জুবেরী ভবনে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশ ও বিভাগের শিক্ষকেরা গিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। ঘরের ভেতরে মশারির মধ্যে শিক্ষক শুয়ে ছিলেন। তার মুখের দুইপাশ দিয়ে লালা পরছিল। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সভাপতি শাতিল সিরাজ জানান, তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রামেক হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মাহিনুল ইসলাম জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে বলে মনে হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
সুইসাইড নোট উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলির (৩৮) কক্ষ থেকে সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে ওই নোট উদ্ধার করা হয়। মতিহার থানার ওসি হুমায়ুন কবীর জানান, রাতে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাসহ পুলিশ ওই কক্ষে তল্লাশি চালায়। এ সময় আকতার জাহান জলির বিছানায় থাকা ল্যাপটপের নিচ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সুইসাইড নোটে শিক্ষক জলি উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ার কারণে আমি আত্মহত্যা করছি। আর আমার ছেলেকে যেন তার বাবার (প্রাক্তন স্বামী একই বিভাগের শিক্ষক তানভীর আহমেদ) তত্ত্বাবধানে না দেওয়া হয় সে ব্যাপারে শুভাকাক্সক্ষীদের সহযোগিতা চাইছি।’ বিকেল সোয়া ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ৩০৩ নম্বর কক্ষ থেকে শিক্ষক আকতার জাহানের লাশ উদ্ধার করে পুলিশ। তার লাশ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজ কক্ষে রাবি শিক্ষিকার লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ