পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আল্লাহ তা‘আলা পবিত্র কুরআন নাযিল করেছেন রমজান মাসে। এ কুরআন হচ্ছে মুসলিম জাতির সংবিধান। কুরআনের নির্দেশ ও নিষেধাজ্ঞা পালনের পাশাপাশি এটি তেলাওয়াতেও রয়েছে বিপুল পরিমাণ সওয়াব। মহানবী (স.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করবে সে একটি সওয়াব অর্জন করবে। আর একটি সওয়াবকে দশ গুণে বৃদ্ধি করা হয়। আমি বলি না, আলিফ-লাম-মীম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি অক্ষর’। মহানবী (স.) আরো বলেছেন, রমজান মাসে প্রতিটি নে আমলের সওয়াব দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। সেই ফযিলত লাভের জন্য আমাদের বেশি বেশি কুরআন তেলাওয়াত করা অপরিহার্য।
করোনা মহামারীর কারণে পৃথিবীর বিভিন্ন দেশে লকডাইন, কারফিউসহ নানা ধরনের নিষেধাজ্ঞা বহাল আছে। মানুষ ঘরে অবস্থান করছেন। এটিকে আল্লাহর পক্ষ থেকে সুযোগ হিসেবে গ্রহণ করে মুসলিমরা পবিত্র কুরআন তেলাওয়াতে সময়কে কাজে লাগাতে পারেন। যেমনটি দেখা গেল দিল্লি জামে মসজিদে গত বুধবার। রমজানের প্রথম দিন জামে মসজিদের বারান্দায় দূরত্ব বজায় রেখে কুরআন তেলাওয়াতে মগ্ন দুই প্রবীন ব্যক্তি। আর এই দৃশ্য ধারণ করেছেন এপির পক্ষে মানিষ স্বরূপ। সূত্র : ইনসাইডার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।