Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০০তম অবস্থানে বাংলাদেশের পাসপোর্ট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ১২:০৫ এএম

হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এর হিসাবে গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে বাংলাদেশের পাসপোর্ট এখন ১০০তম অবস্থানে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিনা ভিসায় ৪১টি দেশে ভ্রমণ করতে পারবেন। গত বছর বাংলাদেশি পাসপোর্ট ছিল ১০১তম অবস্থানে। তালিকায় মোট ১১০টি অবস্থানের মধ্যে এ বছর ১০০তম অবস্থানে বাংলাদেশের সঙ্গে রয়েছে লেবানন ও সুদান। বাংলাদেশের প্রতিবেশী নেপালের অবস্থান ১০৩তম, পাকিস্তানের ১০৭তম এবং ১১০তম তথা তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। সেনা অভ্যুত্থানের পরও তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ৯৪তম। এই দেশের নাগরিকরা বিনা ভিসায় ৪৭টি দেশ ভ্রমণ করতে পারেন।তালিকায় বাংলাদেশের অপর প্রতিবেশী মালদ্বীপের অবস্থান ৬০তম, ভারত ৮৪তম, ভুটান ৮৯তম এবং শ্রীলঙ্কা ৯৯তম। তালিকায় উত্তর কোরিয়ার অবস্থান ১০২তম। বাংলাদেশের ঠিক দুই ধাপ পর। তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও সিঙ্গাপুর এবং যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশের পাসপোর্ট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ