পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মোস্তাফিজুর রহমান বয়স ২৮ বছর, চলাফেরায় অত্যন্ত অভিজাত। সঙ্গে রাখতেন দামি মডেলের গাড়ি ও একাধিক পিএস। নিজেকে পরিচয় দিতো শিক্ষা সচিব হিসেবে। সাধারণ মানুষকে ধোকা দিয়ে চাকরির কথা বলে কোটি কোটি টাকা লুটে নিয়েছেন ইতোমধ্যে। আজ তিনি গোয়েন্দাদের জালে ধরা পড়েছেন।
অভিযোগকারি ও ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন জানান, কৌশলে মন্ত্রী এমপিদের সঙ্গে ছবি তুলে তা সাধারণ মানুষকে দেখাতো। কিছুদিন পর এলাকার বেকার যুবকদের চাকরির প্রস্তাব দেয় সে। এরমধ্যে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। চাকরি দেয়ার জন্য বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করে আমি তাকে কুরিয়ারে ৯০ লাখ টাকা পাঠাই এরপর থেকেই সে লাপাত্তা।
তিনি বলেন, আমি একজন শিক্ষক। যাদের চাকরি দিবো বলে টাকা এনেছি, তারা বলছে চাকরি লাগবে না টাকা ফেরত দেন। আমার তো একটা সামাজিক মর্যাদা আছে। পুলিশ জানায়, এই চক্রটি গত কয়েক বছরে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ডিএমপি’র সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহতারিম বলেন, বিমানবন্দরে থার্ড টার্মিনালে শ্রমিক নিয়োগের নামেও অনেকের সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তাদের বিরুদ্ধে আগেও প্রতারণার জন্য কয়েকটি মামলা রয়েছে। সূত্র : ডিবিসি টিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।