পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর কদমতলীর মোহাম্মদবাগে একটি কয়েল কারখানায় সিলিং ফ্যান লাগাতে গিয়ে সানসেটের ওপর থেকে নিচে পড়ে ইলেকট্রিক দোকানের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। তার নাম হাদি ইসলাম (১৭)। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
মা ইলেকট্রনিক্সের মালিক আরিফ জানান, আহত অবস্থায় হাদি ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আরিফ বলেন, বেশ কিছুদিন ধরে আমার দোকানে ইলেকট্রনিক্সের কাজ শিখছিল হাদি। সন্ধ্যায় মোহাম্মাদবাগে একটি কয়েল কারখানায় ফ্যান লাগাতে যাই দুজনে। সেখানে সানসেটের ওপর দাঁড়িয়ে রড টানা দিচ্ছিল হাদি। টানা দেওয়ার সময় পা পিছলে নিচে পড়ে যায়। পরে গুরুতর অবস্থায় রাত পৌনে নয়টায় তাকে নিয়ে ঢামেকের জরুরি বিভাগে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে রায়েরবাগ মুজাহিদ নগর পরিবারের সঙ্গে থাকতেন হাদি। তার বাড়ি ময়মনসিংহ জেলায়। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।