Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের অনুমোদন

ইউআইটিএস’র স্থায়ী ক্যাম্পাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বাংলাদেশের শিল্প উদ্যোক্তা জগতের সুপরিচিত নাম পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান ২০২০ সালে সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত সুফি মোহাম্মদ মিজানুর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দেশের প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয়-ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর হোল্ডি ১৯০, রোড-৫, ব্লক-জে, বারিধারা, মধ্যনয়ানগর, ভাটারা, ঢাকা-১২১২-এ অবস্থিত আধুনিক স্থাপত্যশৈলী ও নান্দনিক স্থায়ী ক্যাম্পাস গত বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর অনুমোদন পেয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক গঠিত কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ-এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট পরিদর্শন কমিটি এই নবনির্মিত ও ক‚টনৈতিক জোন সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসটি গত ২৩ ফেব্রুয়ারি সরেজমিনে পরিদর্শন করেন। উক্ত কমিটির সুপারিশ অনুযায়ী উল্লিখিত ঠিকানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমসহ অন্যান্য সকল কার্যক্রম যথারীতি পরিচালিত হওয়ায় বর্ণিত ঠিকানাটির অনুক‚লে ইউআইটিএস-এর স্থায়ী ক্যাম্পাস হিসেবে অনুমোদন দিল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মনজুরী কমিশন ।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ ও ভিসিসহ ইউআইটিএস কর্তৃপক্ষ বাংলাদেশ সরকার, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং ইউআইটিএস-এর সকল ছাত্র, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী, অ্যালামনাইসহ সংশ্লিষ্ট সবমহলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউআইটিএস’র স্থায়ী ক্যাম্পাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ