Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএমএমইউ

আরো ১৮২২ জনের টিকা গ্রহণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে গতকাল দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে মোট ১৮২২ জন টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১৬৫৬ জন এবং প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৬৬ জন। শনিবার পর্যন্ত বিএসএমএমইউতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫২ হাজার ২ শত ৪৩ জন এবং দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ১৭ জন। বিএসএমএমইউ ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ গতকাল কনভেনশন সেন্টারের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও সুন্দরভাবে টিকাদান কার্যক্রম পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোহাম্মদ আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এদিন টিকা নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ন্যাশনাল প্রফেসর সাহলা খাতুন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নীলুফার আহমেদ, অডিটর জেনারেল মোহাম্মদ মোসলিম উদ্দিন চৌধুরী, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ বাহলুল মজনু চুন্নু প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএমএমইউ

৫ মার্চ, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ