পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনেতিক রিপোর্টার ঃ হয়রানি এড়াতে ভ্যাট অনলাইনে নেয়ার পদ্ধতি চালু করতে অর্থমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতারা। গতকাল সচিবালয়ে আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে আলোচনায় এই পরামর্শ দিয়ে আসেন তারা। বৈঠকের পর এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ সাংবাদিকদের বলেন, প্রত্যেক ব্যবসায়ীই ভ্যাট-ট্যাক্স দিতে চায়, কিন্তু কেউ হয়রানি চায় না। ‘মনে রাখতে হবে, ভ্যাট সিস্টেম সারা পৃথিবীতে ওয়ান অব দ্য বেস্ট সিস্টেম। এটা এখন অনলাইন হয়ে গেলে হয়রানির ক্ষেত্রটি অনেক কমে যাবে।’
ভ্যাট নিয়ে হয়রানিতে পড়ছেন কি না-এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে মাতলুব বলেন, উনি (অর্থমন্ত্রী) বলেছেন, মানুষে মানুষে ভেদাভেদ হয়, কিছু কিছু মানুষ দুষ্টু প্রকৃতির হয়, কিছু কিছু মানুষ ভালো হয়, এগুলো তো হবে। চলারপথে কাঁটা থাকবেই। ‘একটা কথা উনি (অর্থমন্ত্রী) স্পষ্ট বলেছেন, যেহেতু এনবিআর একটি কমিটি করেছেন, সেই কমিটিতে এগুলো তুলে ধরা হবে। স্পষ্ট করে বলা হচ্ছে, কোনো রকমভাবে হয়রানি একসেপ্ট করা হবে না।’ ব্যবসায়ীদের আপত্তির মুখে ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন এ বছর কার্যকর করতে পারেনি সরকার। ফলে নানা ক্ষেত্রে নানা হারে ভ্যাট নেয়া হচ্ছে। আবার ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য রয়েছে, ‘প্যাকেজ ভ্যাট’।
নতুন আইনে ভ্যাটের ক্ষেত্রে কোনো স্তর রাখা হয়নি, সব ক্ষেত্রেই ১৫ শতাংশ মূল্য সংযোজন কর প্রযোজ্য হবে। মাতলুব বলেন, প্যাকেজ ভ্যাট নিয়ে আমরা মন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, কারণ উনি আমাদের কথা বিবেচনা করে এটা আরও এক বছর বাড়িয়ে দিয়েছেন। আমরা উনাকে বললাম, ‘বাড়ালেনই যখন, তখন এটা একটু আমাদের ক্ষমতার মধ্যে রাখলে ভালো হত। আমরা উনাকে অনুরোধ করেছি, টুয়েন্টি পার্সেন্ট করে যদি একটু বাড়ান এক্সজিসটিংয়ের জন্য, আর যারা নতুন তারা ১৪ হাজার করে দিক। এখানে তিনি চিন্তা-ভাবনা করবেন।’
আগামী অর্থবছর থেকে ভ্যাট আইন কার্যকর নিয়ে আপত্তি আছে কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিজিএমইএ’র সাবেক সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, নতুন আইনে ভ্যাটের হিসাব কষতে ছোট ছোট ব্যবসায়ীদেরও হিসাবরক্ষক রাখতে হবে, যা এখনো সম্ভবপর নয়।
‘আমরা সেটাকে তৈরি করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রাখবো, সরকারও এ ব্যাপারে এগিয়ে আসবে। এটা সময়ের ব্যাপার।’ গত জুন মাসে বাজেট পাস হওয়ার পর এফবিসিসিআই নেতাদের সঙ্গে এটাই অর্থমন্ত্রীর প্রথম বৈঠক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।