Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ৭ মাসে ডিএসই’র সর্বোচ্চ সূচক

প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স গত সাড়ে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। টানা ৭ কার্যদিবসের উত্থানে সূচক ৭৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে এ অবস্থানে উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে ৪৬০১ দশমিক ০৯ পয়েন্ট দাড়িয়েছে। যা গত সাড়ে ৭ মাস বা চলতি বছরের ২৭ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ।
এর আগে ডিএসইতে টানা ৮ কার্যদিবসে (১৮ থেকে ৩০ আগস্ট) সূচক ৭২ পয়েন্ট কমেছিল। আরো ৫ কার্যদিবস (১০ থেকে ১৭ আগস্ট) আগে ১৮ পয়েন্ট বেড়েছিল। এদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে টানা ৬ কার্যদিবসে সূচক ১৫২ দশমিক ৩১ পয়েন্ট বেড়েছে। একইসঙ্গে বৃহস্পতিবার আর্থিক লেনদেনও বেড়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে সূচক বাড়লেও আর্থিক লেনদেন কমেছে। এদিন ডিএসইতে ৪৮০ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ বুধবার ছিল ৪৯৮ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এদিন ১৭ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন কমেছে। এদিন ডিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৪৩টি’র দর কমেছে ও ৫৮টি’র দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জ সুরমা সিমেন্টের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের ১৯ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইসলামি ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে— ইউনাইটেড পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ডরিন পাওয়ার, জিপিএইচ ইস্পাত ও ন্যাশনাল টিউবস।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ১২ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬১২ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৬০১ টাকার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২৬ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার ৮৩ টাকার। তার আগের দিন লেনদেন হয়েছিলো ২২ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ১৭৫ টাকার। সিএসইতে লেনদেন হওয়া ২৪০টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাড়ে ৭ মাসে ডিএসই’র সর্বোচ্চ সূচক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ