Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এপিবিএন’র ডগ স্কোয়াড পরিদর্শন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২১, ১২:০৪ এএম

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডগ স্কোয়াড পরিদর্শন করেছেন বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধিরা। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রতিনিধি দলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এপিবিএন’র ডগ স্কোয়াড সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা ও ব্যবস্থাপনা ঘুরে দেখে।

পরিদর্শন শেষে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি এপিবিএন’র ডগ স্কোয়াডের কুকুরগুলোর প্রতি নেওয়া যত্নে ও ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করে।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, ডগ স্কোয়াডের কুকুরগুলোকে বাচ্চা অবস্থায় আমরা যুক্তরাজ্য থেকে নিয়ে আসি। কারণ এগুলো সহজেই আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে। আর এগুলো আনার পর শুরু থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের দেশ থেকে প্রশিক্ষক এনে কুকুরগুলোকে প্রশিক্ষণ দিয়েছে।
তিনি বলেন, আমাদের ডগ স্কোয়াডের কুকুরগুলোকে তারা দুই ধরনের প্রশিক্ষণ দিয়েছেন। একটি মাদক ও অপরটি বিস্ফোরক দ্রব্য খুঁজে বের করা। এই কুকুরগুলো ১২ ধরনের মাদকের গন্ধ তার নাকে এলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায় বা বসে যায়। এর মাধ্যমে মাদক চিহ্নিত করতে পারি আমরা। এছাড়া এই কুকুরগুলো দিয়ে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের আগে সুইপিং করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ