Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শীর্ষ ব্রোকার লংকাবাংলা, ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

চলতি বছরের মার্চ মাসের শীর্ষ ব্রোকারেজ হাউজ হয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড। আর শীর্ষ ডিলার হয়েছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে। মার্চ মাসের লেনদেনের ভিত্তিতে শীর্ষ ব্রোকার ও ডিলার নির্ধারণ করা হয়েছে।

মার্চের মতো ফেব্রুয়ারিতেও শীর্ষ ব্রোকারেজ হাউজ ছিল লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড এবং ইসলামী ব্যাংক সিকিউরিটিজ ছিল শীর্ষ ডিলার।

শীর্ষ ২০ ব্রোকার : লংকাবাংলা সিকিউরিটিজের পাশাপাশি মার্চের শীর্ষ ২০ ব্রোকারেজ হাউজের তালিকায় রয়েছে- আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, সিটি ব্রোকারেজ, আইডিএলসি সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি, শেলটেক ব্রোকারেজ, এমটিবি সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, ইবিএল সিকিউরিটিজ, ইউনাইটেড সিকিউরিটিজ, এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, শান্তা সিকিউরিটিজ, এবি সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, মার্কেনটাইল ব্যাংক সিকিউরিটিজ, মাল্টি সিকিউরিটিজ, ইউনিক্যাপ সিকিউরিটিজ এবং রয়েল ক্যাপিটাল।

শীর্ষ ২০ ডিলার : ইসলামী ব্যাংক সিকিউরিটিজের পাশাপাশি মার্চের শীর্ষ ২০ ডিলারের তালিকায় রয়েছে- শেলটেক ব্রোকারেজ, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ইউনাইটেড সিকিউরিটিজ, আইডিএলসি সিকিউরিটিজ, দোহা সিকিউরিটিজ, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, সার সিকিউরিটিজ, এম সিকিউরিটিজ, এনবিএল সিকিউরিটিজ, শান্তা সিকিউরিটিজ, আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি, এমটিবি সিকিউরিটিজ, ইউনিক শেয়ার ম্যানেজমেন্ট, শাকিল রিজভি স্টক, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ, হজরত আমানত শাহ সিকিউরিটিজ এবং প্রাইম ব্যাংক সিকিউরিটিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামী ব্যাংক সিকিউরিটিজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ