Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

অনুমোদন ছাড়া ব্যাংকের পরিচালক নিয়োগ নয়

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পরিষদের পরিচালক পদে মেয়াদ শেষে আবারও নিয়োগ দিতে হলে বাধ্যতামূলকভাবে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ বিষয়ে ৪ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করতে ব্যাংক কোম্পানির পরিষদ সভায় মনোনীত এবং বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত বা পুন:নিরবাচিত পরিচালকদের নিয়োগ বা পুনর্নিয়োগ বা নিযুক্তি/পুনর্নিযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেয়া বাধ্যতামূলক।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ২০১৩ সালের ২৭ অক্টোবর জারি করা ১১ নম্বর সার্কুলারে পরিচালক বলতে মনোনীত বা এজিএমে নির্বাচিত বা পুন:নিরবাচিত সব পরিচালককে বোঝানো হয়েছে। তবে কিছু ব্যাংক ভিন্নতর ব্যাখ্যা দিয়ে এ নির্দেশনা পরিপালনে বিঘ্ন সৃষ্টি করছে, যা ওই সার্কুলারের মূল উদ্দেশ্য বাস্তবায়ন ব্যাহত করছে। এ কারণে বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিতে নতুন নির্দেশনা জারি করল কেন্দ্রীয় ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যাংক-পরিচালক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ