পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আলেম উলামারা হচ্ছেন নবীর ওয়ারিস ও যোগ্য উত্তরসূরি। তাদেরকে হেনস্তা বরদাশত করা হবে না। আলেমদের সম্পর্কে যে কোন কথা বলতে হলে যাচাই-বাছাই করে বলতে হবে। যে কোন ধরনের শুনা কথায় আলেমদের সম্পর্কে কটূক্তি ইসলামপ্রিয় জনতা মেনে নিবে না। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব শায়খুল হাদিস মাওলানা ড.গোলাম মহিউদ্দিন ইকরাম আজ সোমবার এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কিছু সন্ত্রাসী একটি রিসোর্সে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্তা করার দৃশ্যটি প্রমাণ করে এ দেশে আইনের শাসন নেই। এভাবে একটি স্বাধীন দেশ চলতে পারে না। এর পরিণতি শুভ হবে না। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টাস্তমূলক শাস্তি দিতে হবে।
তিনি বলেন, আমরা আলেমদের গায়ে হাত উঠানোর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আলেমদের গায়ে হাত উঠানো প্রকারান্তরে ইসলামের বিরুদ্ধে বিষোদগারের শামিল। সকল আলেম-উলামাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।