পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চাকরিচ্যুত ২৮ কর্মীকে গ্রামীণ টেলিকমে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিটের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো.রাসেল চৌধুরী।
আদেশের বিষয়ে অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (বি-২১৯৪) সিবিএর সঙ্গে আলোচনা না করেই এক নোটিশে ৯৯ কর্মীকে ছাঁটাই করেছে গ্রামীণ টেলিকম কর্তৃপক্ষ। গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশরাফুল হাসান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ ছাঁটাই করা হয়েছে। পরে এ নোটিশের বিরুদ্ধে রিট করেন ২৮ জন কর্মী। রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২৮ জন কর্মীকে বরখাস্তের আদেশ স্থগিত করে পুর্নবহালের নির্দেশ দিয়েছেন। এর আগে গ্রামীণ টেলিকমের বরখাস্ত হওয়া ৩৮ জনকে চাকরিতে পুর্নবহালের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
হাইকোর্টের আদেশ অমান্য করায় গত ১৮ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূস ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসানকে তলব করেন হাইকোর্ট। গত ১৬ মার্চ তারা আদালতে ভার্চুয়ালি হাজির হয়ে দু:খ প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।