Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিআরএনবির নতুন সভাপতি রাশেদ সাধারণ সম্পাদক সমীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

টেলিযোগাযোগ বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি রাশেদ মেহেদী সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০২১ সালের জন্য ৭ সদস্যের নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সাত সদস্যের কমিটির অন্যরা হলেন- কোষাধ্যক্ষ পদে দৈনিক মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী আফিফুজ্জামান সোহাগ এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার ফারুক হোসাইন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হয়েছেন- যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম মাসুদুজ্জামান রবিন, ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার শাহিদ বাপ্পী ও টেকশহর ডটকমের সিনিয়র রিপোর্টার আল-আমীন দেওয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ