Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোনের সঙ্গী হলো ভাইবার

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ভাইবার ম্যাসেজিং ও স্টিকার সেট নিয়ে এলো মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। এর ফলে গ্রামীণফোনের গ্রাহকরা অত্যন্ত সুবিধাজনক মূল্যে ভাইবার ম্যাসেজিং ব্যবহার করতে পারবেন। এছাড়াও তারা ভাইবার স্টিকার মার্কেট থেকে বিনামূল্যে গ্রামীণফোনের স্টিকার সেট ব্যবহার করতে পারবেন। গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান বলেন, গ্রাহকদরে জন্য সুবিধাজনক ডেইলি মেসেজিং ও স্টিকার সেট চালু করতে ভাইবারের সহযোগী হতে পেরে গ্রামীণফোন আনন্দিত। আমাদের বিশ্বাস যে এই সহযোগিতা গ্রামীণফোনের ডিজিটাল সেবার জন্য নতুন বিতরণ মাধ্যম তৈরি করবে এবং গ্রাহকদের জন্য সুবিধাজনক হবে। গ্রাহকরা *৫০০০*২১৫# ডায়াল করে ২ টাকায় ২০ মেগাবাইটের একদিন মেয়াদী ভাইবার ম্যাসেজিং কিনতে পারবেন। এছাড়াও ভাইবার স্টিকার মার্কেট থেকে স্টিকার সেট ডাউনলোড করা যাবে। গ্রামীণফোনের সাথে সহযোগিতা সম্পর্কে ভাইবারের দক্ষিণ এশিয়া প্রধান অনুভব নায়ার বলেন, আমরা সবসময় গ্রাহকদের কাছে ভাইবারের আকর্ষণ বাড়াতে সচেষ্ট। ভাইবার মেসেজিং মাধ্যমে গ্রাহকদের কাছে সুলভে একটি যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দিতে গ্রামীণফোনের সঙ্গী হতে পরে আমরা আনন্দিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণফোনের সঙ্গী হলো ভাইবার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ