পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
আগামী ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ’র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে করোনা পরিস্থিতিও ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন বোর্ডসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক বসেছে। এ বৈঠকের পরই সিদ্ধান্ত জানানো হবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত এ নিয়ে কোন সংবাদ পাওয়া যায়নি।
গতকাল বিকেলে বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান ও ঢাবি প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কিছুক্ষণ বৈঠকে বসেছি। পরে সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেয়া হবে। আসন্ন এ নির্বাচনে প্রার্থী তালিকা চ‚ড়ান্ত হওয়ার পর ঘরোয়াভাবে প্রচার শুরু করে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ নামে দুটি প্যানেলের প্রার্থীরা। এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য দুই প্যানেলের ৩৫ জন করে মোট ৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।