Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই সপ্তাহের জন্য নৌযানে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলো : নৌপ্রতিমন্ত্রী

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৯:৫১ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন,দুই সপ্তাহের জন্য নৌযানে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হলো। বৃহস্পতিবার (১ এপ্রিল) নৌ পরিবহণ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে লঞ্চ ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন।

নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ঈদে নিরবচ্ছিন্ন নৌযাত্রা নিশ্চিত করাসহ করোনার সংক্রমণ ঠেকাতে ৫০ শতাংশ যাত্রী পরিবহণ করা হবে। স্বাস্থ্য বিধি মানা কষ্টসাধ্য। তার পরেও মালিকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। ভাড়া কেবিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শুধুমাত্র ডেকের যাত্রীদের ক্ষেত্র আজ থেকেই কার্যকর হবে। উল্লেখ্য, জনপ্রতি ১০০ কিমির উপরে ১.৭০ টাকা, ১০০ কিমির নিচে ১.৪০ পয়সা এবং সর্বনিম্ন ভাড়া ১৮ টাকা ভাড়া নির্ধারিত রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নৌপ্রতিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ