পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
দেশে ‘ক্যাশবাবা’ নামে নতুন ফিনটেক সেবা চালু করলো রিকারশন ফিনটেক লিমিটেড। সম্প্রতি একটি অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ অত্যাধুনিক সেবা চালু করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পথে একটি নতুন দিগন্তের সূচনা হলো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিকারশন ফিনটেক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকীকুর রহমান চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন, চিফ মার্কেটিং অফিসার ও ডিরেক্টর মো. শাহেদ উল্লাহ শাহেদ।
বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের ২৪ মার্চ রিকারশন ফিনটেক লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে পূর্ণ লাইসেন্স প্রদান করে। রিকারশন ই-ওয়ালেট, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সুইচ এবং কার্ড স্কিমের সাথে সংযুক্ত সিএমএস সফটওয়্যার তৈরি করে। রিকারশন পিসিআই ডিএসএস, আইএসও জিইএস ইএমভিকো বর্ণিত মানদন্ড নিশ্চিত করে।
ক্যাশবাবার ব্যতিক্রমী বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- ডেবিট কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংক একাউন্ট থেকে ক্যাশ ইন, সকল অপারেটরে মোবাইল টপ আপ, কোন রকম খরচ ছাড়া অর্থ পাঠানো, স্বল্প খরচ এবং উচ্চতর লেনদেনের সীমা, কিউআর কোড ও এনএফসির মাধ্যমে পেমেন্ট গ্রহণ, সফল রেফারেলের উপর ব্যক্তিগত আয়ের জন্য প্রোমোটার মডেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।