Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শহীদী রক্ত বর্তমান সরকারের জন্য কলঙ্ক হয়ে থাকবে- মুফতী মুহাম্মদ ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২১, ৯:২৭ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে রক্তের নেশায় মেতে উঠেছে। সরকারের উপর মায়ানমারের গণহত্যারকারী সামরিক জান্তার আছর পড়েছে। ব্রাহ্মণবাড়ীয়া ও হাটহাজারীতে মোদি বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারীদের শহীদী রক্ত বর্তমান সরকারের জন্য কলঙ্ক হয়ে থাকবে। মোদিকে খুশি করতে গিয়ে নিজ দেশের মাদরাসার ছাত্র ও হাফেজে কুরআনকে শহীদ করে সরকার অত্যন্ত ইতিহাসের কালো অধ্যায় সৃষ্টি করেছে।

তিনি বলেন, সারাদেশে অসংখ্য মানুষ হত্যা এবং শত শত মানুষের রক্ত ঝরিয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। সারাদেশে হরতাল পালনকালে নিরীহ মাদরাসার ছাত্র ও তৌহিদী জনতার উপর সরকার দলীয় গুন্ডা-মাস্তান এবং রাষ্ট্রের কর্মচারি পুলিশ-বিজিবি নির্বিচারে গুলি করে বি-বাড়ীয়ায় হাটহাজারীতে নিরীহ ছাত্র জনতাকে শহীদ করে সরকার রক্ত পিপাসু হিসেবে পরিচয় দিয়েছে। রাষ্ট্রের পুলিশ বিজিবি মাফিয়াদের রক্ষা করতে সাধারণ মানুষকে হত্যা করছে।

রোববার বাদ আসর পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়‚ম, মাওলানা নেছার উদ্দিন, উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, ছাত্রনেতা শেখ মুহাম্মদ আলআমিন, যুবনেতা আতিকুর রহমান মুজাহিদ। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পূর্ব আলোচনায় তিনি ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় হত্যাকান্ডের প্রতিবাদে বিশাল সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন। তিনি আন্দোলন ঘোষিত ৬দফা মেনে নেয়ার আহ্বান জানান। মুফতী ফয়জুল করীম গ্রেফতারকৃত নিরীহ মাদরাসার ছাত্র, হেফাজত কর্মীসহ সকলের মুক্তির দাবি জানান।

ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল জিনজিরাস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়‚ম। ঢাকা জেলা দক্ষিণ সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসাইনের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব সুলতান আহমদ খান, হাফেজ জয়নুল আবেদীন, ডা. কামরুজ্জামান, এইচ এম জহিরুল ইসলাম, মাওলানা ইলিয়াস হোসাইন, টিএম মাহফুজুর রহমান। এছাড়া সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২৯ মার্চ, ২০২১, ১১:৪৮ পিএম says : 0
    যে পযন্ত ইসলামী দল গুলি ঐক্যবদ্ধ না হবে এই ভাবে গুলি করে হত্যা করবে।ইসলামী দল গুলিকে পলিসি করে একেকটি দল করে রেখেছে সরকার এইটা তাদের চালাকি।এখনও সময় আছে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হবার।
    Total Reply(0) Reply
  • মোঃতাইজুল ইসলাম ৩০ মার্চ, ২০২১, ৬:৩১ এএম says : 0
    এই স্বৈরশাসক সরকার পতনের আন্দোলনে প্রধান দল হিসেবে আমি মনে করি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর সাহেবের দল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
    Total Reply(0) Reply
  • ।।শওকত আকবর।। ৩০ মার্চ, ২০২১, ১:৫৫ পিএম says : 0
    ইউ পি নির্বাচনে অংশ নেওয়াটা যুক্তি যুক্ত ছিল?বর্জন করাটা কি উচিৎ?!!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুফতী মুহাম্মদ ফয়জুল করীম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ