পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : শপথ ভঙ্গের পরও খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মন্ত্রী পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে পরবর্তী শুনানি কাল (বৃহস্পতিবার)। গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার শুনানি শুরুর পর আদালত শুনানির নতুন দিন নির্ধারণ করেন। আদালত রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দকে উদ্দেশ করে বলেন, শপথ ভঙ্গের আইনগত পরিণতি কী তা আপনাকে জেনে আসতে হবে। আমরা যতদূর দেখেছি এ বিষয়ে সংবিধানে সুনির্দিষ্ট কিছু বলা নেই। আদালত আরো বলেন, ভারত, পাকিস্তান ও উপমহাদেশসহ অন্যান্য দেশে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কি না দেখে আসবেন। একথা বলে আদালত বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার এ বিষয়ে আবার শুনানি হবে। আশা করি ওই দিন আদালতকে সন্তুষ্ট করতে পারব এবং আদালত রুল জারি করবেন। তিনি আরো বলেন, এটা রিট অব কো-ওয়ারেন্টো। বাংলাদেশে এ ধরনের মামলা এর আগে কোনোদিন হয়নি। এ ধরনের মামলায় আদালত কেবল রুল দিতে পারেন, তার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ দিতে পারে না।
প্রসঙ্গত, শপথ ভঙ্গের পরও কোন কর্তৃত্ববলে দুই মন্ত্রী মন্ত্রী পদে রয়েছেন তা জানতে চেয়ে গত সোমবার রিট করেন ওই আইনজীবী। গত ৩ সেপ্টেম্বর দুই মন্ত্রীকে এ বিষয়ে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।