Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জনগোষ্ঠীকে জনসম্পদে রূপ দিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের বিপুল জনগোষ্ঠীকে যুগোপযোগী কারিগরি ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে বিশ্বমানের জনসম্পদ হিসেবে গড়ে তুলতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, সরকারের এ মহৎ প্রচেষ্টাকে সফল করতে কারিগরি শিক্ষাক্ষেত্রে সরকারি কারিগরি প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাদের আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। গতকাল (মঙ্গলবার) শিক্ষামন্ত্রী তার দফতরে বেসরকারি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উদ্যোক্তাদের সংগঠন ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতি’র নেতৃবৃন্দের সাথে আলোচনাকালে এ আহ্বান জানান। সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল বেসরকারি কারিগরি ও কর্মমুখী শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়নে বিভিন্ন প্রস্তাব শিক্ষামন্ত্রীর নিকট তুলে ধরেন। প্রতিনিধিবৃন্দ বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, আইসিটি ল্যাব স্থাপন ও পাঠ্যপুস্তক প্রণয়নে উদ্যোগ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, সরকার সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কোন পার্থক্য করে না। তিনি বলেন, সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠাসমূহে পড়–য়া সকল শিক্ষার্থী আমাদেরই সন্তান। তাদের প্রতি আমাদের সমান দায়িত্ব রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে সরকারি-বেসরকারি মিলে ৭ হাজার প্রতিষ্ঠান কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর মতো বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানসমূহ স্টেপ প্রকল্প থেকে অনুদান পাচ্ছে। বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও সরকারি উদ্যোগে বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের ছাত্ররাও সরকারি প্রতিষ্ঠানের মতো মাসিক বৃত্তি পাচ্ছে। দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারায় নিয়ে আসতে সরকার সব ধরণের উদ্যোগ নেবে বলে শিক্ষামন্ত্রী জানান। কেবল চাকরিমুখী না রেখে যথাযথ কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তিনি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রতি আহ্বান জানান। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জনগোষ্ঠীকে জনসম্পদে রূপ দিতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে -শিক্ষামন্ত্রী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ