পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
অর্থনৈতিক রিপোর্টার : ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে আগামী শনিবার ও রোববার ছুটির দিন শিল্পাঞ্চলে খোলা থাকবে তফসিলী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা।
তবে অন্যান্য শাখা ঈদের ছুটির ছয়দিনই ব্যাংক বন্ধ থাকবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে, ঈদুল আজহার আগে শনিবার (১০ সেপ্টেম্বর) ও রোববার (১১ সেপ্টেম্বর) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখা খোলা থাকবে। তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এ দুই দিন সংশ্লিষ্ট শাখাগুলো পূর্ণ দিবস (সকাল ১০ থেকে বিকাল ৪টা) খোলা রাখতে হবে। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের নিজ নিজ শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে খোলা রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক শাখার যোগদানকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটির সময় অতিরিক্ত কাজের ভাতা প্রদানের জন্যও আদেশে বলা হয়েছে। আদেশে আরে বলা হয়, বর্তমানে বিমান, সমুদ্র/নৌ ও স্থলবন্দর বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলোর প্রতি শুক্র ও শনিবার এবং দেশের অপরাপর স্থানে অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের এডি শাখাগুলো শুক্র ও শনিবার স্বীয় বিবেচনায় খোলা রাখার নির্দেশনা বহাল রয়েছে। উল্লেখ্য, আগামী ১১ সেপ্টেম্বর রোববার প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় টানা ছয়দিন ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তারা-কর্মচারীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।