Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৩ হাজার ৭৩৭, মৃত্যু ৩৩ জনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২১, ৩:৫৭ পিএম

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৮৩০ বাংলাদেশির মৃত্যু হলো।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৭৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন করোনায় আক্রান্ত হলেন।

শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭ বাংলাদেশি করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যায় ওই বছরের ১৮ মার্চ।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়। এদিন গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ