Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের উদ্বোধন কাল

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামীকাল থেকে আরও একটি নতুন ট্রেন চালু হচ্ছে। ঢাকা-মোহনগঞ্জ রেলপথে নতুন এই ট্রেনের নাম মোহনগঞ্জ এক্সপ্রেস। এটি হবে বাংলাদেশ রেলওয়ের ৩১তম আন্তঃনগর ট্রেন।
কাল বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে নতুন এই ট্রেনের উদ্বোধন করবেন রেলমন্ত্রী মোঃ মুজিবুল হক, এমপি। নতুন ট্রেন প্রসঙ্গে তিনি বলেন, নেত্রকোণার প্রাচীন জনপদ মোহনগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এটি। ট্রেনটি চালু হলে ওই অঞ্চলের মানুষের যাতায়াতে অনেক সুবিধা হবে। রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ের উন্নয়নের জন্য কয়েকটি মেঘা প্রকল্প হাতে নিয়েছেন। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ রেল যোগাযোগে বহুদুর এগিয়ে যাবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে বেলা ১টা ২০ মিনিটে। ১৯০ কিলোমিটার দূরত্বে যাত্রাপথে ট্রেনটি ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, গফরগাঁও, ময়মনসিংহ, গৌরীপুর, শ্যামগঞ্জ, নেত্রকোনা, ঠাকুরাকোনা, বারহাট্টা হয়ে মোহনগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে। এরপর রাত ১১টায় মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে ট্রেনটি। ট্রেনটিতে তিনটি শোভন চেয়ার কোচ, ৭টি শোভন কোচ, একটি এসি চেয়ার কোচ ও একটি পাওয়ার কার ও খাবার কোচ থাকবে। এসি চেয়ার প্রতিটি টিকিট ৪২৬ টাকা, শোভন চেয়ার ২২০ টাকা, শোভন সীট ১৮৫ টাকা এবং প্রথম শ্রেণি বার্থের ভাড়া ৪৯০ টাকা। কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তারা জানান, ঢাকা-মোহনগঞ্জ রেলপথে যাত্রী সংখ্যা অনেক। প্রতিদিনই হাওড় ও মহুয়া কমিউটার ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী হয়। কখনও কখনও আসন পায় না যাত্রীরা। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের আসন সংকট অনেকটাই লাঘব হবে। রেলওয়ের সূত্র জানায়, আপাতত মোহনগঞ্জ এক্সপ্রেস পুরাতন বগি দিয়েই চালানো হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেসের উদ্বোধন কাল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ