Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১২ বাড়িতে ভাঙচুর লুটপাট, আহত ৫

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সশস্ত্র অবস্থায় ১২টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় হামলায় আহত হয়েছেন ৫ জন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ক্রিকেট খেলা নিয়ে উপজেলার কালী এলাকার চাঁন মিয়ার ছেলে মোয়াচ্ছেল মিয়ার সঙ্গে আমলাবো এলাকার বাবুল মিয়ার ছেলে রাজু মিয়ার বাগি¦ত-া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে মোয়াচ্ছেল মিয়ার পক্ষে ৩০ থেকে ৪০ জনের একদল সশস্ত্র অবস্থায় আমলাবো এলাকার রাজু মিয়াদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। প্রতিবাদ করায় মোস্তফা মিয়ার মুরগির ফার্ম, সোলায়মান মিয়ার মুদি মনোহরী দোকান, রওশনের বসতঘর, তোতা মিয়ার টিনের ঘর, মজিদ ফকির, বাদল মিয়া, মনির মিয়া, জাকির হোসেনের বাড়িসহ ১২টি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে করে পুরো এলাকার লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে। হামলায় আমলাবো এলাকার মোসলেহ উদ্দিন, বাবুল মিয়া, জাকির হোসেন, আনোয়ার হোসেন ও রাজু মিয়া আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১২ বাড়িতে ভাঙচুর লুটপাট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ