Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় মিল মালিকের কারাদন্ড ও ২৬ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : পাওনাদারের পাওনা টাকা পরিশোধের জন্য প্রদানকৃত ব্যাংক চেক অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক হতে প্রত্যাখ্যানের অভিযোগ এনে দায়েরকৃত নিগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্টের মামলায় সিরাজগঞ্জের অভি ফ্লাওয়ার মিলস লিমিটেডের পরিচালক শিমুল বিশ্বাসকে ১ বছরের বিনাশ্রম কারাদ- ও ২৬ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জরিমানার টাকার মধ্যে বাদী তার প্রাপ্য ব্যাংক চেকের ২৫ লাখ টাকা প্রাপ্ত হবেন। অবশিষ্ট জরিমানার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। জরিমানার টাকা আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে আদায় হবে। সাজাপ্রাপ্ত আসামি সিরাজগঞ্জের মালশাপাড়া নিউ ঢাকা রোডের মৃত মনিরুজ্জামান তালুকদারের পুত্র। তিনি পলাতক আছেন এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে। বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক অর্থঋণ আদালতের জজ মো. সুরুজ সরকার সম্প্রতি এই মামলার রায় দেন। বগুড়া শহরতলীর তিনমাথা রেলগেটের মেসার্স আতিক এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. রাশেদ ম-ল কর্তৃক দায়েরকৃত এই মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আসামি শিমুল বিশ্বাস বাদীর ব্যবসা প্রতিষ্ঠান হতে ২৫ লাখ টাকার গম ক্রয় করেন। আসামি গমের মূল্য ওই ২৫ লাখ টাকা পরিশোধের জন্য সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখায় তার নামীয় ব্যাংক হিসেবের ২৫ লাখ টাকা মূল্যমানের একটি ব্যাংক চেক বাদী বরাবর প্রদান করেন। বাদী ওই ব্যাংক চেকটি নগদায়নের জন্য ব্যাংকে জমা দিলে ওই হিসেবে অপর্যাপ্ত তহবিলের কারণে ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করা হয়। এরপর বাদী লিগ্যাল নোটিশ দেয়ার পরেও আসামি প্রাপ্য ২৫ লাখ টাকা পরিশোধ না করায় বাদী এই মামলা দায়ের করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বগুড়ায় মিল মালিকের কারাদন্ড ও ২৬ লাখ টাকা জরিমানা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ