Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

তৃণমূলের ভোটে বিজয়ী মেধাবী ও ত্যাগী নেতারা

সিলেট জেলা মহানগর বিএনপি’র সম্মেলন

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ফয়সাল আমীন : সিলেটে বিএনপির কাউন্সিলে তৃণমূল ভোটারাই যোগ্য নেতাদের বিজয়ী করেছে। জেলা ও মহানগরের পদ প্রত্যাশী নেতাদের বাচাইয়ে ভূল করেনি ভোটারা। সেরাটাই বলতে গেলে গ্রহণ করেছেন, এমন অভিমত রাজনীতিক সংশ্লিষ্টদের। যদিও যোগ্যতার অবস্থান প্রতিপক্ষ রাজনীতিক বিশেষ করে শাসক দলের সমপর্যাযের নেতাদের মেধা ও যোগ্যতার পাল্লায় তারা কতটুকু পারদর্শী সেটা প্রশ্নবিদ্ধ। তবে আপাতত দৃষ্টিতে তাদের চয়েস প্রশংসণীয়। এর মধ্যেদিয়ে সার্বিক একটি ইতিবাচক পরির্বতন বিএনপির নেতৃত্বে লক্ষণীয় হয়ে উঠতে পারে বলে অশাবাদি দলের সাধারণ নেতাকর্মীরা গতকাল রোববার বিএনপির বহুল প্রত্যাশিত এ সম্মেলন স¤পন্ন হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে জেলা ও মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন কাউন্সিলররা। নির্বাচনের প্রাপ্ত ভোটের ফলাফলে সিলেট জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম, সাধরাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আলী আহমদ। এদিকে সাংগঠনিক সম্পাদক পদে সমসংখ্যক ভোট পেয়েছেন এমরান আহমদ চৌধুরী ও রিপন পাটোয়ারী। এদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। এবারের যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই তৃণমূল বিএনপির সঙ্গে ভালো সর্ম্পক রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। সম্মেলনে জেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর আবুল কাহের শামীম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, সিলেট বিএনপির পুনর্জাগরণ হয়েছে। এর মধ্যদিয়ে সিলেট থেকে সরকারবিরোধী আন্দোলনে আরো গতি আসবে। একইরকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলী আহমদ। তিনি তাকে নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এদিকে মহানগর শাখার সভাপতি নাসিম হোসাইন এক প্রতিক্রিয়ায় বলেন, আজকের সম্মেলনে প্রমাণিত হয়েছে মাঠের নেতাকর্মীরা ভুল করেন না। আরেকবার তারা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। তাদেরকে ধন্যবাদ। মহানগর বিএনপিসাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, গণতান্ত্রিক চর্চার আরেকটি মাইলফলক আজ স্থাপন করলো সিলেট বিএনপি। স্বল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এবার আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে নামবো। এর আগে রোববার সকাল ১০টা থেকে সিলেট বিএনপির সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক। বিএনপির সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ এখন মহাবিপদের মধ্যে রয়েছে। এই বিপদ থেকে দেশকে রক্ষা করার সময় এখনই। তিনি বলেছেন, বর্তমান সরকার অবৈধ। এই সরকার গায়ের জোরে ক্ষমতায় ঠিকে আছে। অবৈধ সরকারের কারণে দেশে খুন, গুম, অপহরণ বেড়েই চলেছে। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল আরো বলেন, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে ফ্যাসিবাদি কর্মকা- চালানো হচ্ছে। প্রধান বিচারপতি যখন রাষ্ট্রপতির বাসায় যান, তখন আইনের শাসন লঙ্ঘিত হয়। দেশে এখন সংবিধানও সংরক্ষিত নয়। বিচারবিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বর্তমানে চারদিকে জুলুম-নির্যাতন চলছে। মানুষ আক্রান্ত। বিচারবিভাগ থেকেও মানুষ আস্থা হারিয়ে ফেলছে। সিলেটে বিএনপির সম্মেলন দলের জন্য মাইলফলক উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরো বলেন, তৃণমূল থেকে আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো সম্ভব। তৃণমূলকে গুছিয়ে নিয়ে সাধারণ জনতাকে সম্পৃক্ত করে বিএনপি সেই আন্দোলন করবে।



 

Show all comments
  • শহীদ আহমেদ আসয়ার ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১:১৫ এএম says : 0
    দেখা যাক কি হয় অপককায় রহিলাম
    Total Reply(0) Reply
  • Alauddin Gazi ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১০:৪৪ এএম says : 0
    নতুনদের কে শুভেচ্ছা ও অভিনন্দন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তৃণমূলের ভোটে বিজয়ী মেধাবী ও ত্যাগী নেতারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ