Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিন্নধারার মানুষের বই

প্রকাশের সময় : ৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইখতিয়ার উদ্দিন সাগর : কেউ রাজনীতিবিদ, নাট্যব্যক্তিত্ব, আবার কেউ সাংবাদিক। তবে এবারের বইমেলায় এমন অনেকেরই পরিচয় তারা লেখক। বিভিন্ন পেশায় সুপ্রতিষ্ঠিত এমন অনেকেই এবারের বইমেলায় প্রকাশ করেছেন বই। তাদের বইয়ের কাটতিও বেশ। আর শোবিজ তারকাদের ব্যাপারে ভক্তদের বেশ আগ্রহ রয়েছে বলে তাদের লেখা বইয়ের প্রতিও থাকে বাড়তি কৌতূহল। বিশেষ করে গেল বছরটা বইমেলায় ছিল ভিন্নধারার মানুষদের সরব উপস্থিতি।
বিশিষ্ট রাজনীতিবীদ ওবায়দুল কাদের থেকে শুরু করে হালের ক্রেজ বিদ্যা সিনহা মিমও হাজির হয়েছিলেন বই নিয়ে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রয়াত লেখক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের বই আলোচনায় এসেছে। প্রতি বছরের মতো এবারও মেলায় প্রকাশ পাচ্ছে শোবিজের একঝাঁক তারকার লেখা বই। নাট্যব্যক্তিত্ব আবুল হায়াত, ড. ইনামুল হক, কণ্ঠশিল্পী ফকির আলমগীর, কনকচাঁপা, সাজিয়া সুলতানা পুতুল, লুৎফর হাসানসহ আরো অনেকের বই। অভিনেতা আবুল হায়াত এবারের বইমেলায় ‘নির্বাচিত গল্প সংকলন’ নামে একটি বই প্রকাশ করছেন। বরাবরের মতো আবুল হায়াতের এই বইটির প্রচ্ছদ করেছেন তার মেয়ে বিপাশা হায়াত। বইটিতে ১২টি গল্প স্থান পাচ্ছে। আবুল হায়াত জানান, এই বছরও বইমেলায় বই প্রকাশ করতে পারছি বলে ভালো লাগছে। আশা করি গল্পগুলো সবার ভালো লাগবে।
প্রতি বছর একুশে বইমেলায় বই প্রকাশ করে থাকেন গুণী নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক। এ বছর মেলায় তিনটি নাটকের বই প্রকাশ করতে যাচ্ছেন তিনি। বইগুলো হলো- নাট্যকার হ্যারোল্ড পিন্টারের দুটি নাটকের অনুবাদ নিয়ে একটি বই ‘হ্যারোল্ড পিন্টার’, ‘ছয় মুক্তিযুদ্ধের নাটক’ ও একটি ‘বাচ্চাদের নাটিকা’। প্রথম দুটি বই প্রকাশ করবে রিদম প্রকাশনী। ছোটদের বইটি প্রকাশ করবে মেলা প্রকাশনী। আরো আসছে গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের ৮টি বই। এর মধ্যে, ‘মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা’, ‘নির্বাচিত নিবন্ধ’, ‘মুক্তিযুদ্ধের স্মৃতি ও বিজয়ের গান’, ‘আবহমান কালের লোক সঙ্গীত’ এই বইগুলো আনছে অনন্যা প্রকাশনী। ‘স্মরণ’ নামের একটি বই প্রকাশ করছে দুরন্ত প্রকাশনী, ‘স্মৃতির আয়নায়’ বইটি আনছে আকাশ, ‘দেশদেশান্তর’ ও ‘স্মৃতি আলাপনে মুক্তিযুদ্ধ’ বই দুটি আনছে জিনিয়াস পাবলিকেশন্স। বই প্রকাশ করা প্রসঙ্গে ফকীর আলমগীর বলেন, অনেক দিন থেকেই সঙ্গীত চর্চার পাশাপাশি লেখালেখির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছি। দেশ, মা, মাটি, মুক্তিযুদ্ধ আমার লেখার বিষয়বস্তু। প্রতিবছরের মতো এই বছর আমার ভক্ত পাঠকদের জন্য নতুন বই উপহার দেয়ার চেষ্টা করেছি।
এই বইমেলায় ‘মেঘের ডানায় উড়ে’ নামে একটি কবিতার বই প্রকাশ করবেন বলে জানিয়েছেন কণ্ঠশিল্পী কনকচাঁপা। কণ্ঠশিল্পী পুতুল জানালেন, এবারের বইমেলাতে আসছে তার প্রথম কবিতার বই। ‘পুতুল কাব্য উপক্রমণিকা’ নামের এই বইটি ১২০টির মতো কবিতা দিয়ে সাজিয়েছেন তিনি।
এছাড়াও দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হবে কণ্ঠশিল্পী লুৎফর হাসানের উপন্যাস ‘নীল মলাটের গল্প’, প্রিয়মুখ প্রকাশনী থেকে গল্পগ্রন্থ ‘ তোমার খোলা পিঠে আমার আততায়ী মেঘ’ এবং চৈতন্য প্রকাশনী থেকে প্রকাশ পাবে ভালোবাসার পদ্য নিয়ে ‘ডাকবাক্সের ডানা’। এর মধ্যে তার দশম গ্রন্থ ‘নীল মলাটের গল্প’ তিনি উৎসর্গ করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। জনপ্রিয় গীতিকার, নাট্যকার ও সাংবাদিক অনুরূপ আইচের একটি উপন্যাস বের হচ্ছে। ‘প্রেমহীনা’ শীর্ষক ও উপন্যাসটি প্রিয়মুখ প্রকাশনী থেকে প্রকাশিত হবে। একজন ব্যান্ডশিল্পীর যাপিত জীবনকে ঘিরে এর কাহিনি অবর্তিত হয়েছে। পাশাপাশি এতে উঠে এসেছে অডিও অঙ্গন ধ্বংসের নেপথ্যের কারণ। এর আগে তার আরো পাঁচটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হচ্ছে, প্রেমলীলা, গল্প সমগ্র, অ্যালকোহল, প্রেম নয় ভালোবাসা ও অনুরূপ আইচের গান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতবছর একটি উপন্যাস বেরিয়েছিল বইমেলায়। এবার বেরিয়ে তার সাংবাদিকতা জীবন নিয়ে একটি বই ‘যখন সাংবাদিক ছিলাম’। চারুলিপি প্রকাশনী থেকে বেরিয়েছে এ বই। নতুন বই সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, ‘এ বই নতুন নয়। পুরনো লেখার নতুন মুখ। আমি যখন সাংবাদিক ছিলাম তখন বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখতাম। ওগুলোরই একটি সংকলন এ বই।
অমর একুশে বইমেলার ষষ্ঠ দিনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মন খারাপের গাড়ি’ বইয়ের পাঠ উন্মোচন করা হয়েছে। বইটি সম্পর্কে কবি মাহবুবুল হক শাকিল বলেন, ‘মন খারাপের গাড়ি’ গ্রন্থের কবিতাগুলো মূলত নিজের সঙ্গে নিজের কথোপকথন। এগুলো কতটা কবিতা হয়ে উঠেছে জানি না। পাঠকই এর মূল্যায়ন করবেন।’ অন্যদিকে হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খানের কবিতার বই ‘আজো কেউ হাঁটে অবিরাম’ বইপ্রেমীদের মাঝে আলোড়ন তুলেছে।
সাংবাদিক প্রভাষ আমিন এবার মেলায় এনেছেন খেলাধুলাবিষয়ক গ্রন্থ ‘স্পোর্টিংলি নাও’। আদর্শ প্রকাশনী গ্রন্থটি প্রকাশ করেছে। গণমাধ্যমের পরিচিত মুখ তুষার আবদুল্লাহ। দীর্ঘদিন সাংবাদিকতায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে নাটক, গল্প ও উপন্যাসসহ লিখেছেন সাহিত্যের নানাবিধ শাখার গ্রন্থ। এবার মেলায় আদর্শ প্রকাশনী প্রকাশ করেছে তার সাংবাদিকতা বিষয়ক গ্রন্থ ‘এনার্জি রিপোর্টিং’।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিনের তিনটি বই পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়। ‘চুনমুখো চাঁদরাতে’ শিরোনামের গ্রন্থটি প্রকাশ করেছে অ্যাডর্ন পাবলিকেশন। সাকী পাবলিশিং থেকে এসেছে ‘আজ রাতে পার্টি হবে না’।
এদিকে অমর একুশে গ্রন্থমেলার ৭ম দিন। মেলায় গতকাল নতুন বই এসেছে ১১৮টি এবং ৩টি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থমেলায় গতকাল পর্যন্ত (৭ দিনে) নতুন বই এসেছে ৬৯২টি।
মূলমঞ্চের অনুষ্ঠান : বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী : অনুবাদ কার্যক্রম, অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অনুবাদক অধ্যাপক আবদুস সেলিম। আলোচনায় অংশগ্রহণ করেন ড. নিয়াজ জামান, প্রফেসর কাজল বন্দ্যোপাধ্যায়, ড. ফকরুল আলম এবং প্রফেসর আবদুলাহ আল মামুন। সভাপতিত্ব করেন ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, অনুবাদের বিষয়টি কেবল ভাষাগত নয়, একই সঙ্গে দার্শনিকও বটে। তাই বাংলা একাডেমিকে তার অনুবাদ কার্যক্রমের সংখ্যাগত দিকের পাশাপাশি এর অন্তর্বস্তুর দিকেও দৃষ্টি দিতে হবে।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গোলাম কুদ্দুছের পরিচালায় সাংস্কৃতিক সংগঠন ‘বহ্নিশিখা’-এর শিল্পীবৃন্দ। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী লিলি ইসলাম, ফাহিমা হোসেন চৌধুরী, সাজেদ আকবর, সালমা আকবর, অণিমা রায়, শরীফ মোঃ সজীব।
আজকের অনুষ্ঠান : বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বাংলা একাডেমির হীরকজয়ন্তী : পাঠ্যপুস্তক রচনা, অতীত থেকে বর্তমান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সুব্রত বড়–য়া। আলোচনায় অংশগ্রহণ করবেন রতন সিদ্দিকী, মলয় ভৌমিক ও নূরুন্নাহার মুক্তা। সভাপতিত্ব করবেন প্রফেসর অজয় রায়। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিন্নধারার মানুষের বই

৮ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ