পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নারী, শিশু ও সমাজকল্যাণে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত শনিবার রাতে রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে নারী পুলিশ পরিবারের ঐতিহ্যবাহী সংগঠনটির আয়োজিত ‘বসন্ত উৎসব-২০২১’ পালন অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ এ মন্তব্য করেন। আইজিপি পুনাকের প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে তাকে সম্মাননা দেয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ প্রধান বলেন, পুনাক সা¤প্রতিক সময়ে গণমানুষ বিশেষ করে নারী সমাজের কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। সম্মাননার জবাবে আইজিপি পুনাক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। পুনাক সভানেত্রী জীশান মীর্জার সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুনাক›র সহ সভানেত্রী নাসিম আমিন।
অনুষ্ঠানে পুনাক সভানেত্রী জীশান মীর্জা বলেন, পুনাক নিজস্ব গন্ডি পেরিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। শিশু-কিশোরদের মানসিক বিকাশে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া পুনাক আগামীতে সাধারণ মানুষের কল্যাণে বৃদ্ধাশ্রম স্থাপনসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ করবে বলেও জানান তিনি। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।