পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংস্কার চায় সংসদীয় কমিটি। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠনের সুপারিশ করেছে তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে জানানোর জন্য বলা হয়েছে।
গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, বেগম সিমিন হোসেন (রিমি), মুহম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ এবাদুল করিম ও খ. মমতা হেনা লাভলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। কমিটি সূত্র জানায়, বৈঠকে আলোচনাকালে কমিটির সদস্যরা বিটিভির অনুষ্ঠানের মান ঠিক থাকে না বলে উল্লেখ করেন।
তারা বলেন, বিটিভির কর্মপরিকল্পনাগুলোও যথাযথভাবে নেওয়া হয় না। যেটা নেওয়া হয় তা বাস্তবায়নও হয়না। এসব সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিটি বিটিভির মান বাড়াতে হবে। আলোচনা শেষে এ বিষয়ে মন্ত্রণালয়কে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।