Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জেএমবি’র সুইসাইড স্কোয়াডের ৪ নারী সদস্য আটক

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সিরাজগঞ্জ থেকে সৈয়দ শামীম শিরাজী : সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে একই পরিবারের তিনজনসহ জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ-এর (জেএমবি) চার নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাত আড়াইটার দিকে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম বরইতলা গ্রামে শীর্ষ জেএমবি নেতা ফরিদুল ইসলামের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি কম্পিউটার ও বিপুল সংখ্যক জিহাদি বইও উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন বরইতলা গ্রামের আবু সাঈদের স্ত্রী ফুলেরা বেগম (৪৫), তার মেয়ে সাকিলা খাতুন (১৮) ও সালমা খাতুন (১৬) এবং প্রতিবেশী রফিকুল ইসলামের স্ত্রী রাজিয়া খাতুন (৩৫)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি ওহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, জেএমবির কেন্দ্রীয় নেতা ফরিদুলের বাড়িতে নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে গোপন বৈঠক চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে জিহাদি বই, জিহাদি তথ্য সংরক্ষিত রাখা কম্পিউটার ও কিছু ইলেক্ট্রনিক যন্ত্রপাতিও জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির আত্মঘাতী দলের সদস্য বলে স্বীকার করেছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ জানান, আটক নারীরা একই পরিবারের সদস্য এবং একে অপরের নিকটাত্মীয়। তারা আত্মঘাতী হামলার মাধ্যমে নাশকতামূলক কর্মকা-ের প্রস্তুতি নিচ্ছিল। তাদের ভাষায় কাফের মুরতাদ ও ইসলামের শত্রুদের হত্যার উদ্দেশ্যে হিজরতে রওনার জন্য হাইকমান্ডের নির্দেশের অপেক্ষায় ছিল।
এর আগে গত ২৪ জুলাই শহরের মাসুমপুর মহল্লায় অভিযান চালিয়ে জিহাদি বই গ্রেনেড তৈরির উপকরণসহ ৪ নারী জেএমবি সদস্যকে আটক করা হয়।
এছাড়া বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জেলার উল্লাপাড়া উপজেলা থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ জেএমবির তিন পুরুষ সদস্যকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেএমবি’র সুইসাইড স্কোয়াডের ৪ নারী সদস্য আটক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ