Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ধ কোটি ভারতীয় মুদ্রাসহ যাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্ধ কোটিরও বেশি ভারতীয় মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরের গ্রীন চ্যানেল থেকে ওই যাত্রীকে আটক করা হয়। পাসপোর্ট অনুযায়ী আটক যাত্রীর নাম ফকরুল ইসলাম। সে চাঁদপুরের বাসিন্দা।
কাস্টম হাউস ঢাকা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল সাড়ে ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪০৪৮ ফ্লাইটে করে দুবাই থেকে ঢাকা আসেন ফকরুল ইসলাম। পরবর্তীতে কাস্টমস হলে রেড চ্যানেলে এসে তার কাছ থেকে দুটি স্বর্ণের বার ও স্বর্ণালংকারের ব্যাগেজ ঘোষণা প্রদান করেন ও শুল্ক কর আদায় করে গ্রীন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করেন। যাত্রী কাস্টমস গ্রীন চ্যানেল অতিক্রমের সময় গোপন সংবাদ থাকায় যাত্রীর কাছে কোনো ধরনের বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাওয়া হলে যাত্রী তা অস্বীকার করেন এবং গ্রীন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন। পরবর্তীতে যাত্রীর সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে ব্যাগেজে মুদ্রা সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়।
যাত্রীকে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে যাত্রীর ব্যাগ তল্লাশি করে মোট ৫০ লাখ দুই হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় টাকার পরিমাণ আনুমানিক ৫৮ লাখ ৫২ হাজার ৩৪০ টাকা।
ঘোষণা ছাড়া ও লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ হয়েছে। এ ব্যাপারে আটক যাত্রীকে শুল্ক আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতীয়-মুদ্রা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ