Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করেছেন: ওআইসির মহাসচিব

ইনকিলাব অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২১, ৬:৪৪ পিএম

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করেছেন তার কন্যা শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মহান নেতা শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তার নেতৃত্বেও চেষ্টাইতেই বাংলাদেশ ওআইসির সদস্য হয়।


ওথাইমিন আরও বলেন, বঙ্গবন্ধু একতাবদ্ধ মুসলিম জাহান দেখতে চেয়েছিলেন। ১৯৭৪ সালে তিনি তার প্রথম সম্মেলনেই মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তার কাজ সবার সবসময় মনে থাকবে। ওথাইমিন আরও বলেন, তার কন্যাও একই কাজ অক্লান্তভাবে করে যাচ্ছেন। তার কারণেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে তিনি এই ভিডিও বার্তা পাঠান।



 

Show all comments
  • Harunur Rashid ২০ মার্চ, ২০২১, ৯:১৭ পিএম says : 0
    OIC What?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ