Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাব-রেজিস্ট্রারকে বদলি

প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : নিবন্ধন পরিদফতরাধীন বিভিন্ন জেলা ও উপজেলা অফিসের ১৮ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাগণকে আগামী ১৮ সেপ্টেম্বর তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে বিধি মোতাবেক বদলি/পুনঃবদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
বদলির আদেশপ্রাপ্ত কর্মকর্তাগণের মধ্যে প্রদীপ কুমার বিশ্বাসকে মাদারীপুরের রাজৈর থেকে গোপালগঞ্জের কাশিয়ানী, মনীষা রায়কে রংপুরের কাউনিয়া থেকে টাঙ্গাইলের ভূঞাপুর, মো. সেলিম হাওলাদারকে গাজীপুরের টঙ্গী থেকে ঢাকার মিরপুর, আশেকুল হককে ঢাকার মিরপুর থেকে চট্টগ্রামের সীতাকু-ু, মো. শাহ আলমকে বগুড়ার কাহালু থেকে নোয়াখালীর সেনবাগ, মো. নুরুল হক মিয়াকে বরিশালের মুলাদী থেকে নরসিংদী সদর, খন্দকার ফজলুর রহমানকে ঢাকার ধানমন্ডি থেকে চট্টগ্রামের ফটিকছড়ি, হেলেনা পারভীনকে গোপালগঞ্জ সদর থেকে চাঁদপুর সদর, গাজী মো. আব্দুল করিমকে ঢাকার আশুলিয়া থেকে রাজবাড়ী সদর, মো. মোসারফ হোসেন চৌধুরীকে মানিকগঞ্জের সাটুরিয়া থেকে গাজীপুরের টঙ্গী, মো. মনিরুল ইসলামকে নরসিংদীর মনোহরদী থেকে গাজীপুরের ২য় যুগ্ম অতিরিক্ত দায়িত্ব (০৩) দিন, গাজী আবু হানিফকে চট্টগ্রামের মিরেশ্বরাই থেকে ঢাকার আশুলিয়া, মো. জামিনুল হককে কুমিল্লার গৌরীপুর থেকে ঢাকার ধানমন্ডি, সৈয়দ নজরুল ইসলামকে নোয়াখালীর সেনবাগ থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার, আব্দুর রহিমকে নরসিংদী সদর থেকে গোপালগঞ্জ সদর, বিজয় কৃষ্ণ বসুকে পটুয়াখালীর খেপুপাড়া থেকে শরীয়তপুর সদর, এ কে এম ফয়েজ উল্যাহকে পটুয়াখালীর বাউফল থেকে ভোলার চরফ্যাশন এবং কাজী রুহুল আমিনকে ভোলার চরফ্যাশন থেকে পটুয়াখালীর বাউফল বদলি করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাব-রেজিস্ট্রারকে বদলি

৬ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ