পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ২৫৩ সনদধারীকে শূন্য পদের বিপরীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কেন নিয়োগের সুপারিশ করা হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। রিটের শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো.আশফাকুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন সহকারি অ্যাটর্নি জেনারেল নাছিমুল ইসলাম রাজ্। মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন,১৩তম শিক্ষক নিবন্ধন সনদধারীদের ২০১৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে শূন্য পদের ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করার নিয়ম থাকলেও এনটিআরসি তা করেনি। প্রাথমিকভাবে কিছু প্রার্থী হাইকোর্টে রিট করলে আদালত তাদের পক্ষে রায় দেন। ওই রায়ের আলোকে বর্তমান রিটকারীরা শূন্য পদের বিপরীতে নিয়োগের সুপারিশ প্রার্থনা করেন। প্রাথমিক শুনানি শেষে উপরোক্ত রুল দেন হাইকোর্ট। শিক্ষাসচিব, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কতৃপক্ষ (এনটিআরসি)র চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ২৫৩ বাদীর মধ্যে রয়েছেন, সুমন, মো. সাইফুল্লাহ, মো. আব্দুল জলিল, মো. গোলজার হোসেন, মো. দেলোয়ার হোসেন, আব্দুর রহিম, রাহাতুল আশিকিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।