Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মারা গেলেন আরেক রোগী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২১, ১২:০৫ এএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউতে আগুন লাগার পর স্থানান্তরিত আরেক রোগী মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় চারজনের মৃত্যু হলো। গতকাল বিকেলে হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোমেনা বেগম (৪৫)। এর আগে গত বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর কোভিড আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) আগুন লাগে। তখন সেখানে থাকা ১০ রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে স্থানান্তরের সময় তিন রোগীর মৃত্যু হয়।
মোমেনার মৃত্যুর পর এখন বাকি ১০ জন বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে প্রথম জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আইসিইউতে যারা ভর্তি রয়েছেন তারা হলেন- মোহাম্মদ সেলিম (৫২), মনিরুল ইসলাম (৫০), রেখা আক্তার (৩৫), এনামুল হক (৬৫), খন্দকার আব্দুর রশিদ (৬০), শাহিন আলম (৩২), সাহিদা বেগম (৫০), শহিদুল ইসলাম (৫৬), নজরুল ইসলাম (৬০)। ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আইসিইউয়ের কর্তব্যরত চিকিৎসকরা জানান, ভর্তি ৯ জনের মধ্যে খন্দকার আব্দুর রশিদ গত বুধবার থেকে লাইফ সাপোর্টে রয়েছেন। তাদের অবস্থা বেশি খারাপ। একজন রয়েছেন পোস্ট অপারেটিভ ওয়ার্ডে। বাকিরা এখন স্থিতিশীল রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে যেসব রোগী ছিলেন তাদের স্থানান্তর করা হয়েছে। আগুনের ঘটনায় সেখানে তিনজন রোগী মারা গেছেন। বাকিদের ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে, অগ্নিকান্ডের কারণে করোনা ইউনিটে ক্ষতিগ্রস্ত হওয়া আইসিইউ বেডগুলো সরিয়ে নতুন বেডের ব্যবস্থা করা হয়েছে। করোনা ইউনিটের ২৪টি আইসিইউ’র মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৪টি। তবে, ক্ষতিগ্রস্ত আইসিইউ বেডগুলো সরিয়ে নতুন ১০টি আইসিইউ’র ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।
উল্লেখ্য, গত বুধবার সকাল আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটের আইসিইউতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভায়। এ সময় আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পরেন আইসিইউতে থাকা রোগীরা। গুরুতর ১৪ রোগীকে আইসিইউয়ের ভেন্টিলেটর থেকে বের করে অন্যত্র স্থানান্তরের সময় তিনজনের মৃত্যু হয়। অন্য রোগীদের পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিওতে নেয়া হয়েছে।
কোভিড আইসিইউতে হাই ফ্লো নাজাল ক্যানুলা থেকে ওই আগুনের সূত্রপাত হয়। আগুনে জীবন রক্ষাকারী বিভিন্ন ধরনের মূল্যবান যন্ত্রপাতিও পুড়েছে। অগ্নিকান্ডের ঘটনায় আরও দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। এর একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং অন্যটি করেছে ফায়ার সার্ভিস। এছাড়া রোগী স্থানান্তরের সময় তিন রোগীর মৃত্যুর ঘটনায় আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, গতকাল হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় কোভিড আইসিইউতে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নূর হাসান আহমেদের নেতৃত্বে চার সদস্যের দলটি ঘটনাস্থল পরিদর্শন করেন।
দলের অন্যরা হলেন- ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক শাহজাহান শিকদার, উপ-সহকারী পরিচালক এসএম সানাহউল্লাহ ও দেবব্রত কুমার মন্ডল। ঘটনার সময় যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন তারা। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তদন্ত দলের প্রধান নূর হাসান আহমেদ বলেন, তদন্ত চলছে। ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আরেক রোগী

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ