পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করায় দেশের সকল মাদরাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী। গতকাল বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (বি.এম.টি.টি.আই)-এ প্রশিক্ষণরত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একদল শিক্ষক সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জমিয়াতুল মোদার্রেছীন ইতোমধ্যে নানামুখী কর্মসূচি সম্পন্ন করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ইসলামের সেবায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আলোচনা, মাদরাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মাহফিল ইত্যাদি। তিনি জমিয়াতুল মোদার্রেছীনের গৃহীত কর্মসূচিতে দেশের সকল মাদরাসা শিক্ষক-কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের আহবান জানান।
এসময় আগত শিক্ষকগণ মাদরাসা শিক্ষায় বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে মহাসচিব বলেন, সকল সমস্যা সমাধানে জমিয়াতুল মোদার্রেছীন সর্বদাই সচেষ্ট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী একজন ইসলাম প্রিয় ও মাদরাসা দরদী মানুষ। ইতোমধ্যেই তাঁর আন্তরিকতায় মাদরাসা শিক্ষা আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে নানাবিধ কর্মকান্ড সম্পন্ন হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখনও টুকিটাকি যেসব অসঙ্গতি রয়েছে, সেগুলোও প্রধানমন্ত্রীর সুদৃষ্টিতে অতি স্বল্প সময়ে সমাধান হবে ইন শা আল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরী শাখা জমিয়াত সভাপতি ও রাজশাহী দারুচ্ছালাম কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. জাকির হুসাইন, প্রিন্সিপাল মাওলানা আব্দুল মালেক (টাঙ্গাইল), প্রিন্সিপাল মাওলানা মতিয়ার রহমান (যশোর), প্রিন্সিপাল মাওলানা তৈয়বুর রহমান (নওগাঁ), প্রিন্সিপাল মাওলানা শরীফ হোসেন খান (চাঁদপুর), প্রিন্সিপাল মাওলানা এখলাস উদ্দীন (নরসিংদী), প্রিন্সিপাল মাওলানা কলিম উল্লাহ (সুনামগঞ্জ), প্রিন্সিপাল মাওলানা সাখাওয়াত হোসেন (নওগাঁ), প্রিন্সিপাল মাওলানা শামছুদ্দীন হোসাইনী (নীলফামারী), প্রিন্সিপাল মাওলানা মোস্তাক আহমেদ (কুমিল্লা), প্রিন্সিপাল মাওলানা নিয়ামত উল্লাহ (নওগাঁ), ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান (ব্রাহ্মণবাড়িয়া), ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওলানা গোলাম মোস্তফা (নওগাঁ), ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল খায়ের (নওগাঁ), ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসহাক (নোয়াখালী), ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম (নওগাঁ), ভাইস প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক (নওগাঁ), ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল ভ‚ইয়া (ব্রাহ্মণবাড়িয়া), ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল-মামুন (বাঞ্চারামপুর), ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহিম (কাশিপুর), ভাইস প্রিন্সিপাল মাওলানা নূরুল ইসলাম (আড়াইসিধা), সহ. মৌলভী মো. সিরাজুল হক (ফরিদপুর) প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।