পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর আগ্রাবাদে মোটরসাইকেলের মহড়া নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। নিহতের স্ত্রী এবং যার সঙ্গে ঘটনার সূত্রপাত তার মা বাদী হয়ে বুধবার রাতে নগরীর ডবলমুরিং থানায় এ দুটি মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, নিহত হাশেমের স্ত্রী জরিনা বেগমের দায়ের করা মামলার এজাহারে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও পাঁচ-ছয় জনকে হত্যা মামলার আসামি করা হয়েছে। অন্যদিকে ঘটনার সূত্রপাতকারী মো. মহসিনের মা মাফিয়া বেগমের দায়ের করা মামলার এজাহারে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। বুধবার জাম্বুরি পার্কের পাশের সড়কে দুই পক্ষের সংঘর্ষে হাশেম খান মারা যায়। সংঘর্ষের পর আটক ২৬ জনের মধ্যে ১০ জনকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।