পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে রূপালী ব্যাংক দেশের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষে দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় করোনায় ক্ষতিগ্রস্থ যশোর জেলার গদখালীতে ফুলচাষী ও কৃষকদের মাঝে প্রকাশ্যে ঋণ বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (১৮ মার্চ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রূপালী ব্যাংকের কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের জিএম মো. মজিবর রহমান উপস্থিত থেকে কৃষকদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে যশোর আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. ইমান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি, পল্লী ঋণ ও মাইক্রোক্রেডিট বিভাগের ডিজিএম জেবু সুলতানা। এতে করনায় ক্ষতিগ্রস্থ ৩০ জনসহ ৮০ জন ফুলচাষী ও কৃষকের মাঝে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। এ সময় ব্যাংকের এসএমআর রোড শাখার শাখা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।