পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উদযাপন করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার। জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ এ ১৭ই মার্চ যথাসময়ে জাতীয় পতাকা উত্তোলন, প্রশাসনিক ভবন, আরপি গেইট, কারা ক্যাম্পাস, কারা অভ্যন্তর এ স্থানীয়ভাবে সৌন্দর্যবর্ধন, আলোকসজ্জা, সাজসজ্জা, ব্যানার, ফেস্টুনে সজ্জিত করা হয়।
পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং নতুন কারাগারের কারাভ্যন্তরে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কারা কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযুদ্ধা বন্দী, ১৩টি ভবনের বন্দী ব্যারাকে আটক বন্দীদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
কারাভ্যন্তরে খেলার মাঠে বন্দীদের কম্বল দিয়ে ২২০ ফিট দৈর্ঘ্য ও ১৬০ প্রস্থ আকারের বঙ্গবন্ধুর প্রতিকৃতি নির্মাণ, বন্দীদের নিয়ে বঙ্গবন্ধুর উপর আলোচনা সভা ও কেক কাটা, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর উপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে।
এছড়া কারা অভ্যন্তরে চলমান মক্তব ও কারা জামে মসজিদে বিশেষ দোয়া, বন্দীদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। খাবার পরিবেশনকালে ঢাকা বিভাগীয় ও সদর দপ্তরের অতিরিক্ত দায়িত্ব পালনকারী কারা উপ- মহাপরিদর্শক মো. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। আবাসিক এলাকায় শিশুদের সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর উপর আলোচনা, কেক কাটা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও স্টাফদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।