পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. আবদুল কাদের খান বলেন, রাজস্ব বোর্ড জাতীয় ও অর্থনীতির স্বার্থে তৈরি পোশাক খাতের ন্যায় গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং শিল্পে কর্পোরেট কর ১২ শতাংশ নামিয়ে আনার জন্য অনুরোধ করছি। এতে রফতানিমুখী শিল্প হিসেবে এ খাত রাজস্ব বাড়াতে বিশেষ ভূমিকা রাখবে।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি উপস্থাপন করে সংগঠনের নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। এতে বোর্ডের সদস্য এবং বিজিএপিএমইএ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী নেতারা বলেন, প্যাকিংয়ের নামে বিদেশে থেকে আমদানি করা ফলমূলের সঙ্গে বিনাশুল্কে বিপুল পরিমাণ প্লাস্টিক ক্রেট বা কেইস দেশে আসছে। এসব পণ্য পরবর্তীতে স্থানীয় বাজারে মার্কেটিং করা হচ্ছে। এর ফলে দেশীয় প্লাস্টিক কেইস শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ভারত থেকে প্যাকিং ম্যাটরিয়াল হিসেবে আমদানি করা প্লাস্টিক ক্রেট বা কেইসের ওপর যৌক্তিক হারে শুল্ক নির্ধারণ করা প্রয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।